রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনমঃ
এনসিপি ইনসাফের ভিত্তিতে দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায় ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো

শেখ হাসিনার কারাবন্দির দিন গণতন্ত্র হত্যার দিন: ওমর ফারুক চৌধুরী

রিপোর্টার নাম
পাবলিশ: মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কারাবন্দির দিন, জনগণের অধিকার হারানোর দিন, গণতন্ত্র হত্যার দিন। গতকাল শেখ হাসিনার গ্রেপ্তার দিবস উপলক্ষে মহানগর নাট্যমঞ্চে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।ওমর ফারুক চৌধুরী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করে গিয়েছিলেন। তাইতো বলি দেশ দিয়েছে জাতির পিতা, সাগর দিলে তুমি, পিতা দিলো স্বাধীনতা, স্বপ্ন জাগালে তুমি, বাংলাদেশের মানচিত্র পাল্টালো কে, শেখ হাসিনা, ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশ এখন দুই লক্ষের অধিক, জল, স্থল ও আকাশ জয় করলো কে? শেখ হাসিনা, প্রাকৃতিক উৎস থেকে মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে আজ ৩য়, চীন এক ভারত দুই। হাওর-বাঁওড়, নদী-বিল ও অন্যান্য উন্মুক্ত জলাশয় থেকে আহরণ করা মাছের উৎপাদনে বাংলাদেশের উন্নতির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ইলিশের উৎপাদন বৃদ্ধি। জাতির পিতার অসম্পূর্ণ স্বপ্নই এখন পূরণ করে চলেছেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। রাষ্ট্রনায়ক উপাধিটি গবেষণালব্ধ বিষয়, ২০০৯-১০ সালে যুবলীগ গবেষণা করেছে শেখ হাসিনাকে নিয়ে। বিশ্ব শান্তির দর্শন একটি দলিল যা জাতিসংঘের ১৯৩ রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে, জনগণের ক্ষমতায়ন, আজ বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক তিনিই, গণতন্ত্রের চালিকা শক্তি, হৃৎপিণ্ড। বাংলাদেশ আওয়ামী যুবলীগ মনে করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাই হলেন জনগণের মুক্তির আলোকবর্তিকা, তিনিই বাঙালির কাণ্ডারি, তিনি আমাদের স্বপ্নসারথী, তাই আজকের এই দিনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ বলতে চায় তোমাকে বন্দি করে, অবরুদ্ধ করেছিল গণতন্ত্র, তুমিই জনগণের ক্ষমতায়নের মূলমন্ত্র। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কারাবন্দির দিন জনগণের অধিকার হারানোর দিন, গণতন্ত্র হত্যার দিন। তুমি যখন বন্দি, তখন মানুষ অধিকারহীন, তোমার মুক্তি, জনগণের ক্ষমতায়নের দিন। তিনি আরও বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে দলকে সংগঠিত করতে হবে, ঐক্য বজায় রাখতে হবে, সংগঠনকে শক্তিশালী করতে হলে কর্মসূচি প্রণয়ন করতে হবে। ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদের পরিচালনায় বক্তব্য রাখেন যুবলীগ প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, মোঃ ফারুক হোসেন, আব্দুস সাত্তার মাসুদ, এড. বেলাল হোসাইন, অধ্যাপক এবিএম আমজাদ হোসেন, আনোয়ারুল ইসলাম, আবুল বাসার, শেখ আতিয়ার রহমান দিপু, যুগ্ম সম্পাদক মঞ্জুর আলম শাহীন, সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক মুহা: বদিউল আলম, ফজলুল হক আতিক, সম্পাদকম-লীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, ড: সাজ্জাদ হায়দার লিটন, মোহাম্মদ ইসলাম, শ্যামল কুমার রায়, রওশন জামির রানা, এনআই আহম্মেদ সৈকত, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সভাপতি, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ইসমাইল চৌধুরী সম্রাট, ইসমাইল হোসেন, রেজাউল করিম রেজা প্রমুখ।


এই বিভাগের আরও খবর