নিজস্ব প্রতিবেদক:
শীতের পিঠা বিক্রির আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে কামরাঙ্গীরচর থানা পুলিশের বিশেষ অভিযানে এক নারীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও হিরোইন উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) কামরাঙ্গীরচর থানাধীন ঝাউলাহাটি হাজিরঘাট সড়কের পাশে সরকারি খাস জায়গায় স্থাপিত একটি অস্থায়ী ভাপা ও চিতই পিঠার দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত মোসাঃ সুকিনা বেগম ওরফে সখিনা ওই দোকানের আড়ালে নিয়মিত মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব গোলাম ফারুকের দিকনির্দেশনায় ইন্সপেক্টর (অপারেশন) জনাব আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই জাহিদুল ইসলাম, এসআই মাহবুব আলমসহ সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে আসামির কাছ থেকে কথিত ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫৭ পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৭ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য ও অপরাধ নির্মূলে তারা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ এবং এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।