নিজস্ব প্রতিবেদকঃ
দেশে মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং সামাজিক-বৈধ বিরোধ শান্তিপূর্ণভাবে নিষ্পত্তির লক্ষ্যে শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক মানবাধিকার সুরক্ষা এবং বিরোধ নিষ্পত্তি কেন্দ্র’। প্রতিষ্ঠানটি সম্পূর্ণ নিরপেক্ষ, মানবিক এবং স্বচ্ছ নীতির ভিত্তিতে পরিচালিত হবে।
সংগঠন সূত্রে জানা যায়, কেন্দ্রটি মানুষের মৌলিক অধিকার রক্ষা, ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো, নারী–শিশু অধিকার সুরক্ষা, শ্রমিক অধিকার নিশ্চিতকরণ এবং মানবাধিকার সংক্রান্ত অভিযোগ যাচাই–তদন্তে কাজ করবে। পাশাপাশি পারিবারিক, জমি-সম্পত্তি, ব্যবসায়িক, শ্রমিক–মালিকসহ বিভিন্ন সামাজিক বিরোধ সমঝোতা, সালিশ ও মধ্যস্থতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করবে।
কেন্দ্রটির কার্যক্রমের মধ্যে থাকবে—
অভিযোগ গ্রহণ ও ডিজিটাল রেজিস্ট্রেশন
প্রাথমিক যাচাই ও ঝুঁকি মূল্যায়ন
নিরপেক্ষ তদন্ত
সমঝোতা বৈঠক, সালিশ ও আইনি পরামর্শ
ভুক্তভোগীদের মানসিক, সামাজিক ও আইনগত সহায়তা
মানবাধিকার পর্যবেক্ষণ ও রিপোর্ট প্রকাশ
সংগঠন জানায়, ভুক্তভোগীর তথ্য ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং কোনো অবস্থাতেই তৃতীয় পক্ষকে তথ্য প্রদান করা হবে না।
উদ্বোধনের পর কেন্দ্রটি দেশে মানবাধিকার সচেতনতা বাড়ানো, নির্যাতন ও অবিচার কমানো, এবং সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তিকে সহজ করার লক্ষ্য নিয়ে কাজ করবে।
খুব শীঘ্রই একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধনের তারিখ ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।