শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনমঃ
নেত্রকোনা জেলা জজ কোর্টে আইন ছাত্র ফোরাম পরিচিতি সবা অনুষ্ঠিত হয় ময়মনসিংহে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত গাবতলীতে সাংবাদিকদের সাথে জামায়াত এমপি প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময় নোয়াখালী বিএনপির আহবায়ক আলো ও সদস্য সচিব আজাদ এর বিরুদ্ধে মিছিল সেনবাগে বিএনপির বিজয় মিছিলে হামলা, যৌথ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ ৩১ দফা বিতরণ করতে রৌমারীতে রাজিবপুর উপজেলার বি এন পির আহ্বায়ক অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান বদলগাছীতে সরকারি রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া, চরম ভোগান্তিতে এলাকাবাসী মনের আশা পূরণ করি- এম এ রউফ ২১ হাজার টাকার ফেনসিডিল ও মোটর সাইকেলসহ আটক ১ বদলগাছী বিনিময় সম্পত্তি জবরদখলের হুমকি অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ! চাঁপাইনবাবগঞ্জে গোলাম জাকারিয়ার গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ নাসিরনগরে ব্রীজ নয়,যেন মরণ ফাঁদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহ কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের উদোগে ঈদে মিলাদুন নবী উদযাপন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সকল প্রার্থীদের তালিকা  এনওয়াইপিডির ডেপুটি ইন্সপেক্টর পদোন্নতিতে কারাম চৌধুরীকে সংবর্ধনা জানিয়েছে “জীবন” গোমস্তাপুরে ফেক আইডি ও তার অনুসারীর বিরুদ্ধে অভিযোগ করায় সাংবাদিকের নামে মিথ্যা এজাহার মনিরুলের শাস্তির দাবি সাংবাদিক সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কর্তব্যনিষ্ঠা, জ্ঞান ও দক্ষতা থাকা, আল্লাহভীরুতা ও সততা বজায় রাখা, পরিশ্রমী ও কর্মঠ হওয়া, রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৫ সরকারি নির্দেশনা উপেক্ষা করে কুয়াকাটা ভ্রমণে মান্দা উপজেলা শিক্ষা কর্মকর্তা!

শিক্ষাবিদ সিরাজুল হকের স্মরণে জাতীয় প্রেসক্লাবে স্মরণসভা অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
পাবলিশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

বক্তারা অধ্যাপক সিরাজুল হকের শিক্ষা, গবেষণা, সাহিত্য ও সাংবাদিকতায় অবদান তুলে ধরেন এবং তার কর্মময় জীবন, জীবনদর্শন ও লেখনীকে স্মরণ করেন। তার কাজের ইতিবাচক দিকগুলো বর্তমান প্রজন্মের জন্য অনুসরণীয় হিসেবে উল্লেখ করা হয়। অনুষ্ঠানে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।খবর আইবিএননিউজ ।

শিক্ষাবিদ, গবেষক, লেখক, অনুবাদক ও সাংবাদিক অধ্যাপক সিরাজুল হকের স্মরণে একটি স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩০ আগস্ট, ২০২৫) বিকেল ৪টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনন্য সাহিত্য সংস্কৃতি সংসদের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নিউজ পোর্টাল জার্নালিস্ট এসোসিয়েশন এর সহ-সভাপতি কবি, সাহিত্যিক ও কলামিস্ট এবিএম সালেহ উদ্দীন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান ও গবেষক অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন নজরুল ইনস্টিটিউটের শিক্ষক ওস্তাদ সালাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা মহাসচিব,জনপ্রিয় পোর্টাল আইবিএননিউজ২৪.কম নির্বাহী সম্পাদক,কলামিস্ট ও গবেষক সেহলী পারভিন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আব্দুস সবুর খান, বিভাগীয় চেয়ারম্যান ড. মুমিত আল রশিদ এবং প্রবীণ সাংবাদিক এলাহী নেওয়াজ খান

আরও পড়ুনঃ  “জজ হয়ে যতটা খুশি হইনি, তার চেয়ে বেশি খুশি হয়েছি মা–বাবাকে জজের মা–বাবা করতে পেরে” — হালিমাতুস সাদিয়া

স্মরণসভায় দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা অধ্যাপক সিরাজুল হকের শিক্ষা, গবেষণা, সাহিত্য ও সাংবাদিকতায় অবদান তুলে ধরেন এবং তার কর্মময় জীবন, জীবনদর্শন ও লেখনীকে স্মরণ করেন। তার কাজের ইতিবাচক দিকগুলো বর্তমান প্রজন্মের জন্য অনুসরণীয় হিসেবে উল্লেখ করা হয়। অনুষ্ঠানে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

অনন্য সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি বলেন, “অধ্যাপক সিরাজুল হক ছিলেন একাধারে শিক্ষক, গবেষক ও সাংস্কৃতিক অঙ্গনের আলোকবর্তিকা। তার চিন্তাধারা ও কর্ম নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হবে।”

উল্লেখ্য, অধ্যাপক সিরাজুল হক ২০২৫ সালের ২৬ জুন নিউইয়র্ক সিটির কুইন্স হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।


এই বিভাগের আরও খবর