ইতিহাস পড়লে বূঝবেন
শাসক যদি মহৎ গুণসম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন,আর শাসক যদি মহৎ গুণসম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর”। এটি কে বলেছেন? এই উক্তিটি বলেছেন প্রাচীন গ্রিসের দার্শনিক প্লেটো।
তিনি তার “রিপাবলিক” গ্রন্থে এই উক্তিটি করেছেন।
প্রশ্ন: ‘শাসক যদি মহৎগুণসম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন , আর শাসক যদি মহৎগুণসম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর -এটি কে বলেছেন? প্লেটোর
আইন নিষ্প্রয়োজন হয়,যদি শাসক-. A ন্যায়পরায়ন হয়. B জ্ঞানী হয়. C অত্যাচারী হয়. D নির্ভীক হয়।
আরও পড়ুনঃ যশোরে খ্রিস্টান ধর্মীয় আরোগ্য দায়ী সভা হিলিং টু দ্য নেশন’স ক্রুসেড প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে
যদি শাসক ন্যায়পরায়ণ হন, তাহলে আইনের প্রয়োজন নেই। অন্যদিকে, শাসক যদি দুর্নীতিপরায়ণ হন, তাহলে আইন অকার্যকর হয়ে পড়ে।
মূলত শান্তি শৃংখলা চাই সকল নাগরিকের
।অধিকার মৌলিক অধিকার চাই আপনার চেয়ারে টেবিল বসে দখল দারী করিবেন। আর সাধারণ নাগরিক কিছু ই পাবে নাএইটা তো হতে পারে না। আমরা বাংলাদেশ রেমিট্যান্স যোদ্ধা পরিবার দেশপ্রেমিক।