ঢাকা, কামরাঙ্গীরচর (নিজস্ব প্রতিবেদক): মোঃ আনোয়ার হোসেন।
শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচারসহ সকল আধিপত্যবাদ বিরোধী শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ব্লকেড কর্মসূচি পালন করেছে কামরাঙ্গীরচর ছাত্র জনতা ঐক্য মঞ্চ।
রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টা ১০ মিনিট থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত কামরাঙ্গীরচর থানাধীন লোহার ব্রিজ ঢাল এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২০ থেকে ২৫ জন নেতাকর্মী অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবি, কালো আইনে আলেম-ওলামাদের গ্রেপ্তারের প্রতিবাদ এবং সকল আধিপত্যবাদ বিরোধী শহীদদের স্মরণে দোয়া মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কামরাঙ্গীরচর ছাত্র জনতা ঐক্য মঞ্চের আহ্বায়ক মাওলানা মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, চাঁন মসজিদের খতিব মাওলানা জাকারিয়া, আব্দুল কাদের জামে মসজিদের খতিব মাওলানা আকরাম হোসেন এবং ৫৭ নম্বর ওয়ার্ড কামরাঙ্গীরচর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়াও সংগঠনের সহযোগী ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গুরুত্বপূর্ণ বক্তব্যে মাওলানা মাসুম বিল্লাহ বলেন, এই হামলা শুধু শহীদ শরীফ ওসমান হাদীর ওপর নয়, এটি এদেশের স্বাধীনতা ও ছাত্র জনতার ওপর সরাসরি হামলা। হত্যাকারী যদি ভারতে পালিয়ে থাকে, তবে সরকারকে দ্রুত ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে এদেশের মাটিতে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আগামী এক সপ্তাহের মধ্যে যদি বিচার নিশ্চিত না করা হয়, তাহলে আরও কঠোর আন্দোলন ও পুনরায় ব্লকেড কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে ৬ থেকে ৭ জন পুলিশ সদস্য মোতায়েন ছিলেন। এ সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।