শরৎ এলো ফুলের ডালা নিয়ে
নার্গিস আক্তার
জুঁই চামেলি, বকুল জুঁই
ফুলের ছড়াছড়ি ,
ফুলের গন্ধে মনটা আমার
যায় না রাখা ধরি।
প্রহর শেষে প্রভাত এলো
সূর্য তো ওঠেনি
চলনা সখী বকুল তলে
ফুল কুড়ায়ে আনি।
আরও পড়ুনঃ বৃষ্টি ফোঁটার সুরে হালিমা সুলতানা
ঝুড়ি ভরে ফুল কুড়াবো
হাতে ফুলের ডালা,
পড়বো কানে দুল নাকে ফুল
গলায় ফুলের মালা।