শরতের মেঘ প্রণয়
আসাদুজ্জামান খান মুকুল
শরৎ গগনে মেঘ করেছে খেলা,
গুরু গুরু হুংকারে সারাটা বেলা।
মেঘেরা বিবুনি খুলে পবনে উড়েছে দুলে,
সুরের লহরী তুলে ভাসিয়ে ভেলা,
বিমোহিত হয়ে দেখি আমি একেলা!
অবিরাম বরিষণ ঝরে অঝোরে,
শেফালিকা ফুটে আছে থরে বিথরে,
কুসুমের কী যে ঘ্রাণ উতলা করেছে প্রাণ!
ফুঁসে উঠে প্রেমো বান হৃদ গভীরে,
নিজেকে সামলে রাখি কেমন করে?
আরও পড়ুনঃবীরগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে গাছ কর্তন ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ
চকিত চমকে চাই জানলা ধারে,
দেখি কে যে আধো ভিজে এলো আহা রে!
কপালে অলক রাশি!মুখেতে মধুর হাসি!
সুধাইছে গৃহে আসি?সে যে আমারে।
বারণ করিতে নারি আমি তাহারে!
হেরিয়া কুমারী প্রাণ হয় হরষা!
বোধে আসে কেটে গেছে ঘোর তমসা!
স্মিত হেসে বলি তারে এসো গো সজনী ধারে
তোমাতেই মন কাড়ে ওগো সরসা!
আমার জীবনে তুমি হলে ভরসা!
-------------
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.