বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ক্যাম্পের অসংখ্য ঘরবাড়ি, আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। আগুনের তীব্রতায় মুহূর্তের মধ্যেই পুরো এলাকা ধোঁয়া ও আগুনে আচ্ছন্ন হয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবক দল ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তবে ক্যাম্পটি ঘনবসতিপূর্ণ হওয়ায় এবং অধিকাংশ ঘর দাহ্য সামগ্রী দিয়ে নির্মিত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে অল্প সময়ের মধ্যেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে। একই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে বলে জানিয়েছে ক্যাম্প কর্তৃপক্ষ।
এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। অনেকেই ঘরবাড়ির পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র, রান্নার সামগ্রী ও পোশাক হারিয়েছেন। ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য, ত্রাণ, অস্থায়ী আশ্রয় ও চিকিৎসা সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
⚡ সংক্ষিপ্ত ব্রেকিং নিউজ
টেকনাফের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন
হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে অসংখ্য ঘরবাড়ি ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে, জরুরি ত্রাণ সহায়তা প্রয়োজন।
🧾 খুব সংক্ষিপ্ত নিউজ (স্ক্রল/হেডলাইন)
টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক ঘর পুড়ে ছাই। আগুন নিয়ন্ত্রণে, ক্ষতিগ্রস্তরা মানবেতর জীবনযাপন করছে