শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন
Headline :
বাংলাদেশ জোট মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সর্বজনীন জোটের চেয়ারম্যান মোঃ আবুল হাসেম ন্যাশনাল ইউনিটি কাউন্সিল(এনইউসি) এর মহাসচিব বিদ্যুৎ চন্দ্র বর্মনের বাণী: মানবতার মূর্ত প্রতীক: *অধ্যাপক ড. আলহাজ্ব মোঃ শরীফ আব্দুল্লাহ হিস সাকী শিক্ষাবিদ ও মানবতাবাদী এক অনন্য সমন্বয়* -ড. এ আর জাফরী বাংলাদেশ সর্বজনীন জোটে মূল চিন্তাশক্তি হিসেবে আবির্ভূত প্রধান উপদেষ্টা ফরহাদ মাজহার বগুড়া গাবতলী স্টেশনের রেলওয়ে কর্মচারীকে মারপিট করে আহত করে ২২ বছর পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় – দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন সম্ভাবনার দিগন্তে বাংলাদেশ ময়মনসিংহে পলাতক আসামী গেপ্ততার করেছে র‍্যাব ১৪ যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১ বগুড়ার গাবতলী উপজেলার বিএনপিরভারপ্রাপ্তচেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল

লুণ্ঠিত আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার এক: কোতোয়ালী থানার পুলিশের সফল অভিযান

Reporter Name / ৭ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
লুণ্ঠিত আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার এক: কোতোয়ালী থানার পুলিশের সফল অভিযান

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের চাঞ্চল্যকর ও ঝুঁকিপূর্ণ এক অভিযানে উদ্ধার হয়েছে পুলিশের অস্ত্রাগার থেকে লুণ্ঠিত একটি বিদেশি পিস্তল, দুটি গুলি এবং দুটি ম্যাগাজিন। দীর্ঘদিন ধরে গা-ঢাকা দিয়ে থাকা এই অস্ত্রচক্রের মূলহোতা মোঃ রুবেল প্রকাশ রনি (২৭) কে গ্রেফতার হয়েছে পুলিশের হাতে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান-
ঘটনাটি ঘটে গতকাল ১৬ জুন রাতে। কোতোয়ালী থানার এসআই (নিঃ) ইমাম হোসেন ও তার সঙ্গীয় ফোর্স শহরের স্টেশন রোড এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সূত্রে জানতে পারেন, পুলিশের অস্ত্রাগার থেকে লুণ্ঠিত একটি বিদেশি আগ্নেয়াস্ত্র চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় লুকিয়ে রাখা হয়েছে।

গুরুত্বপূর্ণ এই তথ্য যাচাই ও অভিযানে রূপান্তরের সিদ্ধান্ত নিয়ে পরদিন ১৭ জুন রাত ১২:৪৫টায় তারা অভিযান পরিচালনা করেন পতেঙ্গা থানাধীন আকমল আলী বালুরমাঠ এলাকায়। এ সময় সন্দেহভাজন ব্যক্তি মোঃ রুবেল প্রকাশ রনিকে আটক করা হয়।

আরও পড়ুনঃ বাঁশগাড়া জগন্নাথ ধামের ১ দিন ব্যাপী বিশাল মেলা অনুষ্ঠিত

আত্মস্বীকৃতি ও অস্ত্র উদ্ধারের নাটকীয়তা

গ্রেফতারকৃত আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আটককৃত রুবেল স্বীকার করে, তার হেফাজতে কোতোয়ালী থানার অস্ত্রাগার থেকে লুণ্ঠিত একটি পিস্তল রয়েছে। সে আরও জানায়, অস্ত্রটি সে গোপনে লুকিয়ে রেখেছে কোতোয়ালী থানাধীন এয়াকুবনগর লইট্ট্যা ঘাট এলাকার কড়ই গাছের পাশে ময়লার স্তূপের নিচে।

পরবর্তীতে ১৭ জুন রাত ২:৪৫টায় পুলিশের আরেকটি অভিযানে তার স্বীকারোক্তি অনুযায়ী উদ্ধার হয় একটি TAURUS ব্র্যান্ডের ব্রাজিল-নির্মিত বিদেশি পিস্তল (মডেল: TKU41433, BP2017 MTC), দুটি গুলি ও দুটি ম্যাগাজিন।

পিস্তলটি কালো পলিথিন ও হালকা সবুজ শপিং ব্যাগে মুড়ে রাখা ছিল, যা আসামী নিজ হাতে পুলিশকে দেখিয়ে মাটি খুঁড়ে তুলে দেন।

অস্ত্র লুণ্ঠনের নেপথ্যের কাহিনি

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত মোঃ রুবেল প্রকাশ রনি ২০২৪ সালের ৫ আগস্ট কোতোয়ালী থানা ভাঙচুর ও অস্ত্র লুণ্ঠনের ঘটনায় সরাসরি জড়িত ছিল। সে সময় পুলিশের অস্ত্রাগার থেকে অস্ত্র লুট করে নেয় এবং পরে তা বিক্রির উদ্দেশ্যে কৌশলে লুকিয়ে রাখে।

ঘটনার পর পুলিশ ধারায় The Arms Act, 1878 (Section 19A) অনুযায়ী মামলা নম্বর: ১৭, তারিখ: ১৭/০৬/২০২৫ রুজু করেছে।

পুলিশের বক্তব্য ও অঙ্গীকার

কোতোয়ালী থানার পক্ষ থেকে জানানো হয়, “এই অস্ত্র উদ্ধারের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের ধরতে বদ্ধপরিকর এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই আমরা দিনরাত কাজ করছি।”

নগরবাসীর সচেতনতা জরুরি

পুলিশের এই সফল অভিযান প্রমাণ করেছে, কোনো অপরাধী চিরকাল গা-ঢাকা দিয়ে থাকতে পারে না। বিশেষ করে সরকারি অস্ত্র লুণ্ঠনের মতো স্পর্শকাতর ঘটনায় যুক্ত অপরাধীদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সিএমপির উপ পুলিশ কমিশনার ( দক্ষিণ) মো : আলমগীর হোসেন। এময় আরও উপস্থিত ছিলেন এসি মো : মাহফুজুর রহমান, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো : আব্দুল করিম সহ পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category