বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
Headline :
রামুতে বিজিবির অভিযানে ৭২ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গজারিয়ায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ। সিলেট প্রেসক্লাবে ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই’র সম্মানে এমজেএম গ্রুপের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত ডেকোরেশন ব্যবসা নাকি সীমান্তে মাদক বহন—অভিনব কায়দায় ইয়াবা কারবারির নতুন নাটক রাজবাড়ী-২ আসনে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপি প্রার্থী হারুনের সহধর্মিণী হাদীস সংকলন ও সংরক্ষণের ইতিহাস রংপুর সদরে আদালতের রায় অমান্য করে মসজিদের জমিতে ঘর নির্মাণের অভিযোগ ঐতিহ্যবাহী ফেকামারা কামিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬: গাইবান্ধায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত মো. নওয়াব আলী প্রধান

লুণ্ঠিত আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার এক: কোতোয়ালী থানার পুলিশের সফল অভিযান

Reporter Name / ১৮ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
লুণ্ঠিত আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার এক: কোতোয়ালী থানার পুলিশের সফল অভিযান

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের চাঞ্চল্যকর ও ঝুঁকিপূর্ণ এক অভিযানে উদ্ধার হয়েছে পুলিশের অস্ত্রাগার থেকে লুণ্ঠিত একটি বিদেশি পিস্তল, দুটি গুলি এবং দুটি ম্যাগাজিন। দীর্ঘদিন ধরে গা-ঢাকা দিয়ে থাকা এই অস্ত্রচক্রের মূলহোতা মোঃ রুবেল প্রকাশ রনি (২৭) কে গ্রেফতার হয়েছে পুলিশের হাতে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান-
ঘটনাটি ঘটে গতকাল ১৬ জুন রাতে। কোতোয়ালী থানার এসআই (নিঃ) ইমাম হোসেন ও তার সঙ্গীয় ফোর্স শহরের স্টেশন রোড এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সূত্রে জানতে পারেন, পুলিশের অস্ত্রাগার থেকে লুণ্ঠিত একটি বিদেশি আগ্নেয়াস্ত্র চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় লুকিয়ে রাখা হয়েছে।

গুরুত্বপূর্ণ এই তথ্য যাচাই ও অভিযানে রূপান্তরের সিদ্ধান্ত নিয়ে পরদিন ১৭ জুন রাত ১২:৪৫টায় তারা অভিযান পরিচালনা করেন পতেঙ্গা থানাধীন আকমল আলী বালুরমাঠ এলাকায়। এ সময় সন্দেহভাজন ব্যক্তি মোঃ রুবেল প্রকাশ রনিকে আটক করা হয়।

আরও পড়ুনঃ বাঁশগাড়া জগন্নাথ ধামের ১ দিন ব্যাপী বিশাল মেলা অনুষ্ঠিত

আত্মস্বীকৃতি ও অস্ত্র উদ্ধারের নাটকীয়তা

গ্রেফতারকৃত আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আটককৃত রুবেল স্বীকার করে, তার হেফাজতে কোতোয়ালী থানার অস্ত্রাগার থেকে লুণ্ঠিত একটি পিস্তল রয়েছে। সে আরও জানায়, অস্ত্রটি সে গোপনে লুকিয়ে রেখেছে কোতোয়ালী থানাধীন এয়াকুবনগর লইট্ট্যা ঘাট এলাকার কড়ই গাছের পাশে ময়লার স্তূপের নিচে।

পরবর্তীতে ১৭ জুন রাত ২:৪৫টায় পুলিশের আরেকটি অভিযানে তার স্বীকারোক্তি অনুযায়ী উদ্ধার হয় একটি TAURUS ব্র্যান্ডের ব্রাজিল-নির্মিত বিদেশি পিস্তল (মডেল: TKU41433, BP2017 MTC), দুটি গুলি ও দুটি ম্যাগাজিন।

পিস্তলটি কালো পলিথিন ও হালকা সবুজ শপিং ব্যাগে মুড়ে রাখা ছিল, যা আসামী নিজ হাতে পুলিশকে দেখিয়ে মাটি খুঁড়ে তুলে দেন।

অস্ত্র লুণ্ঠনের নেপথ্যের কাহিনি

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত মোঃ রুবেল প্রকাশ রনি ২০২৪ সালের ৫ আগস্ট কোতোয়ালী থানা ভাঙচুর ও অস্ত্র লুণ্ঠনের ঘটনায় সরাসরি জড়িত ছিল। সে সময় পুলিশের অস্ত্রাগার থেকে অস্ত্র লুট করে নেয় এবং পরে তা বিক্রির উদ্দেশ্যে কৌশলে লুকিয়ে রাখে।

ঘটনার পর পুলিশ ধারায় The Arms Act, 1878 (Section 19A) অনুযায়ী মামলা নম্বর: ১৭, তারিখ: ১৭/০৬/২০২৫ রুজু করেছে।

পুলিশের বক্তব্য ও অঙ্গীকার

কোতোয়ালী থানার পক্ষ থেকে জানানো হয়, “এই অস্ত্র উদ্ধারের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের ধরতে বদ্ধপরিকর এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই আমরা দিনরাত কাজ করছি।”

নগরবাসীর সচেতনতা জরুরি

পুলিশের এই সফল অভিযান প্রমাণ করেছে, কোনো অপরাধী চিরকাল গা-ঢাকা দিয়ে থাকতে পারে না। বিশেষ করে সরকারি অস্ত্র লুণ্ঠনের মতো স্পর্শকাতর ঘটনায় যুক্ত অপরাধীদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সিএমপির উপ পুলিশ কমিশনার ( দক্ষিণ) মো : আলমগীর হোসেন। এময় আরও উপস্থিত ছিলেন এসি মো : মাহফুজুর রহমান, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো : আব্দুল করিম সহ পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category