রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনমঃ
এনসিপি ইনসাফের ভিত্তিতে দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায় ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো

লুণ্ঠিত আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার এক: কোতোয়ালী থানার পুলিশের সফল অভিযান

রিপোর্টার নাম
পাবলিশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
লুণ্ঠিত আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার এক: কোতোয়ালী থানার পুলিশের সফল অভিযান

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের চাঞ্চল্যকর ও ঝুঁকিপূর্ণ এক অভিযানে উদ্ধার হয়েছে পুলিশের অস্ত্রাগার থেকে লুণ্ঠিত একটি বিদেশি পিস্তল, দুটি গুলি এবং দুটি ম্যাগাজিন। দীর্ঘদিন ধরে গা-ঢাকা দিয়ে থাকা এই অস্ত্রচক্রের মূলহোতা মোঃ রুবেল প্রকাশ রনি (২৭) কে গ্রেফতার হয়েছে পুলিশের হাতে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান-
ঘটনাটি ঘটে গতকাল ১৬ জুন রাতে। কোতোয়ালী থানার এসআই (নিঃ) ইমাম হোসেন ও তার সঙ্গীয় ফোর্স শহরের স্টেশন রোড এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সূত্রে জানতে পারেন, পুলিশের অস্ত্রাগার থেকে লুণ্ঠিত একটি বিদেশি আগ্নেয়াস্ত্র চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় লুকিয়ে রাখা হয়েছে।

গুরুত্বপূর্ণ এই তথ্য যাচাই ও অভিযানে রূপান্তরের সিদ্ধান্ত নিয়ে পরদিন ১৭ জুন রাত ১২:৪৫টায় তারা অভিযান পরিচালনা করেন পতেঙ্গা থানাধীন আকমল আলী বালুরমাঠ এলাকায়। এ সময় সন্দেহভাজন ব্যক্তি মোঃ রুবেল প্রকাশ রনিকে আটক করা হয়।

আরও পড়ুনঃ বাঁশগাড়া জগন্নাথ ধামের ১ দিন ব্যাপী বিশাল মেলা অনুষ্ঠিত

আত্মস্বীকৃতি ও অস্ত্র উদ্ধারের নাটকীয়তা

গ্রেফতারকৃত আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আটককৃত রুবেল স্বীকার করে, তার হেফাজতে কোতোয়ালী থানার অস্ত্রাগার থেকে লুণ্ঠিত একটি পিস্তল রয়েছে। সে আরও জানায়, অস্ত্রটি সে গোপনে লুকিয়ে রেখেছে কোতোয়ালী থানাধীন এয়াকুবনগর লইট্ট্যা ঘাট এলাকার কড়ই গাছের পাশে ময়লার স্তূপের নিচে।

পরবর্তীতে ১৭ জুন রাত ২:৪৫টায় পুলিশের আরেকটি অভিযানে তার স্বীকারোক্তি অনুযায়ী উদ্ধার হয় একটি TAURUS ব্র্যান্ডের ব্রাজিল-নির্মিত বিদেশি পিস্তল (মডেল: TKU41433, BP2017 MTC), দুটি গুলি ও দুটি ম্যাগাজিন।

পিস্তলটি কালো পলিথিন ও হালকা সবুজ শপিং ব্যাগে মুড়ে রাখা ছিল, যা আসামী নিজ হাতে পুলিশকে দেখিয়ে মাটি খুঁড়ে তুলে দেন।

অস্ত্র লুণ্ঠনের নেপথ্যের কাহিনি

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত মোঃ রুবেল প্রকাশ রনি ২০২৪ সালের ৫ আগস্ট কোতোয়ালী থানা ভাঙচুর ও অস্ত্র লুণ্ঠনের ঘটনায় সরাসরি জড়িত ছিল। সে সময় পুলিশের অস্ত্রাগার থেকে অস্ত্র লুট করে নেয় এবং পরে তা বিক্রির উদ্দেশ্যে কৌশলে লুকিয়ে রাখে।

ঘটনার পর পুলিশ ধারায় The Arms Act, 1878 (Section 19A) অনুযায়ী মামলা নম্বর: ১৭, তারিখ: ১৭/০৬/২০২৫ রুজু করেছে।

পুলিশের বক্তব্য ও অঙ্গীকার

কোতোয়ালী থানার পক্ষ থেকে জানানো হয়, “এই অস্ত্র উদ্ধারের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের ধরতে বদ্ধপরিকর এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই আমরা দিনরাত কাজ করছি।”

নগরবাসীর সচেতনতা জরুরি

পুলিশের এই সফল অভিযান প্রমাণ করেছে, কোনো অপরাধী চিরকাল গা-ঢাকা দিয়ে থাকতে পারে না। বিশেষ করে সরকারি অস্ত্র লুণ্ঠনের মতো স্পর্শকাতর ঘটনায় যুক্ত অপরাধীদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সিএমপির উপ পুলিশ কমিশনার ( দক্ষিণ) মো : আলমগীর হোসেন। এময় আরও উপস্থিত ছিলেন এসি মো : মাহফুজুর রহমান, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো : আব্দুল করিম সহ পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।


এই বিভাগের আরও খবর