স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
লিও নুরুল মোস্তফা রাহাত’কে সভাপতি ও লিও আফজল হোসাইন’কে সেক্রেটারি মনোনীত করে লিও ক্লাব অব চিটাগাং ইউনাইটেড স্টারস এর ২০২৫-২০২৬ইং সেবাবর্ষের কমিটি গঠিত।
আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং ইউনাইটেড স্টারস ও লিও ক্লাব অব চিটাগাং ইউনাইটেড স্টারস এর বিগত ১২ই এপ্রিল ২০২৪ইং তারিখের যৌথসভায় ২০২৫-২০২৬ইং সেবাবর্ষে লিও নুরুল মোস্তফা রাহাত’কে সভাপতি, লিও রাহুল দাশ’কে ক্লাব ডিরেক্টর ও ক্লাব মেম্বারশিপ চেয়ারপার্সন, লিও সাজ্জাদ হোসাইন’কে সদ্য প্রাক্তন
সভাপতি, লিও অনিন্দ্য দে দ্বীপ’কে ভাইস-প্রেসিডেন্ট, লিও আফজল হোসাইন’কে ক্লাব সেক্রেটারি, লিও নাইমুল হক’কে ক্লাব ট্রেজারার মনোনীত করেন ক্লাব এডভাইজর লায়ন মহিউদ্দীন চৌধরী। সেবাবর্ষ ২০২৫-২০২৬ইং শুরুর দিন গত ৭ জুলাই ২০২৫ইং তারিখ রাত ৮ ঘটিকার সময় ক্লাব এডভাইজর লায়ন মহিউদ্দিন চৌধুরী ও ক্লাব প্রেসিডেন্ট লিও নুরুল মোস্তফা রাহাতের যৌথ স্বাক্ষরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
এতে লায়ন মোঃ নুরুল আলম, লায়ন মোঃ ইকবাল হোসেন নয়ন’কে ক্লাব কো-এডভাইজর, লায়ন স্বপ্না আক্তার’কে লিও-লায়ন কো-অর্ডিনেটর, লিও নুরে আরেফিন রাহুল, লিও তাহসিন ফারিয়া রুখশার ভাইস প্রেসিডেন্ট, লিও আরিফ উদ্দীন চীফ প্রেসিডেন্ট এডভাইজর, লিও তিথি দে শ্রুতি, লিও নিলু আক্তার, লিও নাজমুল কবির
প্রেসিডেন্ট এডভাইজর, লিও জয় বিশ্বাস, লিও গোলামুর রহমান, লিও ফারিয়া বিনতে নাজিম জইন্ট সেক্রেটারি, লিও সাঈদ হাসান, লিও দিগন্ত বড়ুয়া জইন্ট ট্রেজারার, মাশরাফ বিন তালেব টেইল টুইস্টার, নিলয় বড়ুয়া জইন্ট টেইল টুইস্টার, লিও সিফাতুল করিম তাইনু টেমার, লিও আদিল ফয়সাল জইন্ট টেমার, লিও নওশীন কবির স্টিটার
আরও পড়ুনঃ ঢাকার গোলাপবাগে কুরিয়ার সার্ভিসের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উঠল ফুটপাতে, প্রাণে রক্ষা পেল পথচারীরা
কো-অর্ডিনেটর, লিও সেলিনা আক্তার, লিও বৈশাখী চৌধুরী মৃত্তিকা জইন্ট স্টিটার কো-অর্ডিনেটর, লিও অর্চক সিকদার ব্র্যান্ডিং চেয়ারপার্সন, লিও মোঃ মকিদুল ইসলাম ফাহিম মেম্বার ডেভেলপমেন্ট চেয়ারপার্সন, লিও মোঃ আরাফাত উদ্দিন স্পোর্টস চেয়ারপার্সন, এছাড়াও এক্সিকিউটিভ মেম্বার হিসাবে রয়েছে, লিও নাছরিন সুলতানা, লিও মাশরুহা ভুঁইয়া, মোঃ আরিফ হোসেন নুর, প্রতীক খাস্তগীর, কাজী মোহাম্মদ
ইফতেখার উদ্দিন, জনি মজুমদার, লিও নুরুল আফসার, লিও এ এইচ আলী আকবর, লিও মোঃ ইয়াছিন নয়ন, লিও আমরিন সুলতানা, লিও পুতুল কানুনগো, লিও মনি দাশ, লিও আরিয়ান বারি সাজিদ, লিও ইমন ধর, লিও তৈয়বা আক্তার মিম, লিও মাইশা চৌধুরী জারা, লিও খালেদুর রহমান ইমন, লিও সাখ্যাইচিং মারমা, লিও সেলিম উল্লাহ, লিও মোঃ শাখাওয়াত হোসেন, লিও মোঃ সাদিকুর রহমান, লিও সুজয় দাশ।
কার্যকারী কমিটি অনুমোদন শেষে ক্লাব এডভাইজর লায়ন মহিউদ্দিন চৌধুরী সকল কেবিনেট মেম্বারদের উদ্দেশ্য বলেন আমাদের লায়ন্স জেলা ৩১৫ বি৪, বাংলাদেশের মাননীয় জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দীন আহমেদ অপু পিএমজেএফ স্যার যে ডাক দিয়েছেন “একতাতে সমৃদ্ধি” সেই লক্ষ্যে সকল লিওদের মানবতার সেবাই কাজ করে যাবার আহবান জানান।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.