মোহাম্মদ করিম বান্দরবান জেলা প্রতিনিধি ঃ-
বান্দরবানের লামা উপজেলা প্রশাসনের আয়োজনে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে লামা উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করা হয়।
আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।
দোয়া মাহফিলে শহীদদের রুহের মাগফিরাত ও দেশের শান্তি কামনা করা হয়।
মো. মঈন উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, লামা দিবসটির জাতীয় তাৎপর্য ব্যাখ্যা করেন। মোস্তাফিজুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা, লামা, গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে সামাজিক ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।
আরও পড়ুনঃ পাঁচবিবিতে জুলাই অভ্যুত্থানের বর্ষপূতিতে শহীদ বিশালের কবরে পুষ্পস্তবক অর্পণ
তোফাজ্জল হোসেন, অফিসার-ইন-চার্জ, লামা থানা:
শান্তিপূর্ণ সমাজ গঠনে ভূমিকা নিয়ে আলোচনা করেন।কৃষিবিদ আশরাফুজ্জামান,
কৃষি অফিসার, লামা:
কৃষি উন্নয়নের মাধ্যমে গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের কথা বলেন।
আরো উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, যুগ্ম আহ্বায়ক, বান্দরবান জেলা বিএনপি ও সাবেক মেয়র, লামা পৌরসভা কাজী মোহাম্মদ ইব্রাহীম, আমীর, লামা উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী আনোয়ারা বেগম, নির্বাহী পরিচালক, একতা মহিলা সমিতি, লামা ।
সুব্রত দাস, আইসিটি কর্মকর্তা, লামা রাশেদুল ইসলাম, লামা তথ্য অফিসার
মো. হীরু, লামা উপজেলা প্রশিক্ষক, আনসার বিডিপি , এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অনুষ্ঠানে যোগ দেন।
সভাপতির বক্তব্যে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন বলেন,
জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা ও দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ । শহীদদের স্বপ্নের প্রতি দায়বদ্ধতা প্রকাশ করে একটি বৈষম্যমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়।