লংগদু প্রতিনিধি :
রাঙামাটি পার্বত্য জেলার দূর্গম উপজেলা লংগদুতেও যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ পালিত হয়েছে।
বুধবার (২৫ জুন) সকালে লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে।
আরও পড়ুনঃ সেক্যুলার* (Secular) শব্দের অর্থ হলো: *ধর্ম থেকে পৃথক বা নিরপেক্ষ*
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভাঃ) কফিল উদ্দিন মাহমুদ। এতে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
আলোচনা সভায় পরিবেশ সংরক্ষণ, বৃক্ষ রোপণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।
এসময়ে উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ বলেন, পরিবেশ রক্ষা শুধু সরকারের নয়, বরং আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব।” তিনি সকলকে পরিবেশবান্ধব জীবনযাপন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।