মো: রাসেল মোল্লা, রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকার ব্যবসায়ী মামুন ভুঁইয়া(৩৫) হত্যা মামলার আসামী রাসেল ফকিরকে(২৫) গ্রেফতার করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে গতকাল ৯জুলাই বুধবার ভোরে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে রূপগঞ্জ থানার গোলাকান্দাইল এলাকার নাসু ফকিরের ছেলে।
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ব্যবসায়ী মামুন হত্যার ঘটনায় তার ভাই বাদল ভুঁইয়া বাদী হয়ে ১৬জনকে নামীয় ও অজ্ঞাত ১০/১২জনকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
আরও পড়ুনঃ বৌভাতের অনুষ্ঠানে হামলা, বৃদ্ধের মৃত্যু – থানার অভিযোগ
গ্রেফতারকৃত আসামী রাসেল ফকিরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য গত ১০ জুন মাঝিপাড়া গ্রামের আব্দুল মান্নান ভুঁইয়ার ছেলে ব্যবসায়ী মামুন ভুঁইয়াকে(৩৫) দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে৷