সুমন ফ্রান্স থেকেঃ
এ রাষ্ট্র বিনির্মানে মিশে যাও
জনতার সদা চাওয়া,
কেনো-ই বা অর্থে বিক্রি হও
স্বদেশের ছেড়ে মায়া।
এসো একটু স্বপ্ন হয়ে থাকি
এই রাষ্ট্র বিনির্মানে,
নাম না জানা গান হয়ে বাঁচি
রবে কত ডাস্টবিনে?
জনতার এই টুকু তো চাওয়া
ক্লান্ত দুপুরে রক্ত হই,
রাষ্ট্র হিসেবে যে নেতা পাওয়া
জনতার পাশেই রই।
আরও পড়ুনঃ ‘কাফের আসাদ’কে পরাজিত করার পর তিনি আল আকসা মুক্ত করার অভিযানে ঝাঁপিয়ে পড়বেন
সাবেক সহ-সভাপতি ফ্রান্স-বিএনপি’র সম্মানিত রশিদ পাটোয়ারীর সাহেবের বাসায় কুরবানির মাংস আর ঢাকার বিখ্যাত তন্দুর রুটি দিয়ে এক ভোজন সভা হয়ে গেল দেশি স্বাদ বেশি ঝাজ আলহামদুলিল্লাহ অনেকদিন পর সবাই মিলে প্রায় 40 থেকে 50 জন আয়েশ করে খাওয়া হলো । অন্তরের অন্তরকোষ থেকে ফ্রান্স বিএনপি’র সাবেক সহ-সভাপতি রশিদ পাটোয়ারীকে ধন্যবাদ জ্ঞাপন করছি।