সাংবাদিক মোহাম্মদ আলম:
কক্সবাজারের রামুতে হোটেল ও ফ্ল্যাট ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে একটি চক্র। অভিযোগের তীরে এবার উঠে এসেছে আলোচিত এক নাম – “ইয়াবা সম্রাট” শাজাহান।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাজাহান নামে এই ব্যক্তি রামুর হোটেল ‘জিনিয়া’-তে ফ্ল্যাট ব্যবসার নামে বহাল তবিয়তে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে। হোটেলের কিছু নির্দিষ্ট ফ্ল্যাট ব্যবহৃত হচ্ছে মাদক মজুদ ও বণ্টনের গোপন ঘাঁটি হিসেবে। তার বিরুদ্ধে বহুবার অভিযোগ উঠলেও অজানা কারণে এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, “শাজাহানের প্রভাব এতটাই বেশি যে, কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। সে প্রশাসনের কিছু অসাধু সদস্যকে ব্যবহার করেই দীর্ঘদিন ধরে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে।”
মাদকের এই ভয়াল থাবা রামুর তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে বলে দাবি করছেন সচেতন নাগরিকরা। তারা প্রশাসনের হস্তক্ষেপ এবং কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে রামু থানার এক কর্মকর্তা বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাদকমুক্ত সমাজ গড়তে হলে এই ধরনের চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে এমনটাই মত ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সুশীল সমাজের।