মোঃ এরশাদ আলী, রাঙ্গামাটি প্রতিনিধি :
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুটি ভবনের নির্মাণ কাজে চাঁদের দাবিতে প্রকাশ্য অবৈধ অস্ত্র নিয়ে হানা দিয়েছে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীরা । এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মিসিসিপি।
২৭ জুন (শুক্রবার) বেলা ১২টায় শাবিপ্রবিতে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের চাঁদার দাবিতে হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ ‘পিসিসিপি’ রাঙামাটি জেলা শাখা।
বিবৃতিতে পিসিসিপি রাঙ্গামাটি জেলা সভাপতি মো. আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান বলেন, রাঙ্গামাটির সর্বোচ্চ বিদ্যাপিঠ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুটি ভবনের উন্নয়ন কাজ থেকে চাঁদার দাবিতে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর সদস্যরা হানা দিয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দিনগত রাত পৌনে
১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অবৈধ অস্ত্রধারী ৭ জন পাহাড়ি সন্ত্রাসী প্রবেশ করে। এ সময় অবৈধ অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের শ্রমিকদের মোবাইল ছিনিয়ে নেয় এবং অকথ্য ভাষায় গালাগালি করে এবং চাঁদার টাকা না দেওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখতে বলে ও চাঁদা না দিলে গুলি করে মেরে ফেলার হুমকি প্রদান করে।
সশস্ত্র সন্ত্রাসীদের উপস্থিতিতে কর্মরত শ্রমিকরা ভয়ে হতভম্ব হয়ে পড়ে এবং বিশ্ববিদ্যালয়ের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
পিসিসিপি’র নেতৃবৃন্দরা আরও বলেন, রাঙ্গামাটি শহরের আসামবস্তী-কাপ্তাই সংযোগ সড়কটির পুরো এলাকা জুড়ে পাহাড়ের সশস্ত্র সংগঠন সন্তু লারমার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস), প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রভাব বিস্তার করে রয়েছে।
পিসিসিপি নেতৃবৃন্দ প্রতিবাদে আরো বলেন, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবৈধ অস্ত্র নিয়ে ঢুকে নির্মাণ কাজ বন্ধ রাখতে শ্রমিকদের গুলি করে মারার হুমকি দেওয়ার মাধ্যমে পার্বত্য অঞ্চলের শান্তি ও সম্প্রীতি নষ্ট করার দৃষ্টান্ত দেখিয়েছে সশস্ত্র পাহাড়ি চাকমা সন্ত্রাসীরা।
এসব পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের হাতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের কেউই নিরাপদ নয়, পাহাড়ের শান্তি-সম্প্রীতি ও আস্থা-বিশ্বাস ঠিকিয়ে রাখতে সকল জাতিগোষ্ঠীকে এগিয়ে আসতে হবে। কোন সন্ত্রাসী জাতিগোষ্ঠীকে যাতে প্রশ্রয় না দেয় সেজন্য সকলকে সচেতন থাকতে হবে। একই সাথে রাবিপ্রবিতে সশস্ত্র মহড়া দেওয়া প্রত্যেকটি পাহাড়ি সন্ত্রাসীকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে পিসিসিপি রাঙ্গামাটি জেলা নেতৃবৃন্দ।
এসময়ে পাহাড়ের সকল জাতিগোষ্ঠীর মানুষের নিরাপত্তা রক্ষায় পিসিজেএসএস ও ইউপিডিএফের সকল প্রকার কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে প্রত্যেককে আইনের আওতায় আনার জন্য সরকারের নিকট জোর দাবি জানান পিসিসিপি।
আরও পড়ুনঃ মধুপুরে ঘোড়া জবাই, পুলিশী অভিযানে ৭টি ঘোড়া উদ্ধার – আটক ১
রাবিপ্রবি’র একটি বিশ্বস্থ মাধ্যম থেকে পিসিসিপি জানাশ, এর আগেও চলতি বছরের ফেব্রুয়ারিতে সন্তু গ্রুপের পিসিজেএসএস চাঁদার দাবিতে বিশ্ববিদ্যালয়ের কাজ বন্ধ করে দিয়েছিলো।
এরপর উন্নয়ন কাজের ঠিকাদার পাহাড়ি সশস্ত্র সংগঠন গুলোকে চাঁদা পরিশোধের মাধ্যমে কাজ শুরু করে। কয়েকদিন যেতে না যেতে মে মাসের শেষের দিকে সশস্ত্র সংগঠন ইউপিডিএফ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজ থেকে বিশাল অংকের টাকা চাঁদা দাবি করলে আইন শৃঙ্খলা বাহিনী কিছুদিন পুরো এলাকায় টহল জোরদার রাখার ফলে পাহাড়ি সন্ত্রাসীরা কিছুদিন গা ঢাকা দেয়।
এরপর গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) রাতে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীরা চাঁদার দাবিতে অস্ত্রশস্ত্র নিয়ে শ্রমিকদের কাজ বন্ধ রাখতে নিষেধ করে এবং প্রাণনাশের হুমকি প্রদান করে। এ সময় সন্ত্রাসীরা শ্রমিকদের ১৫টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে জানান শ্রমিকরা।
এভাবে বারবার বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও নিরাপত্তায় যদি আবারো বিঘ্নতা সৃষ্টি করার চেষ্টা করে পাহাড়ি সন্ত্রাসীরা তাহলে পিসিসিপি কঠোর আন্দোলন ও প্রতিহত করার ঘোষণা দিচ্ছে।