ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর’র আয়োজনে ১২ আগষ্ট-২০২৫ ইং মঙ্গলবার সকাল ১0.৩১ ঘটিকার সময় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব চন্দ্র মজুমদার এর সভাপতিত্বে যুব র্যালী, আলোচনা, প্রশিক্ষনার্থীদের সনদ পত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন। এছাড়াও উপজেলা জাইকা কর্মকর্তা-সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগন উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ জলঢাকায় দৈনিক করতোয়া পত্রিকার ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত ছালমা যুব সংস্থা ও শিল্পীগোষ্ঠী, ভরসা যুব সংস্থা ও নৃত্য একাডেমি, পালট বড়ইয়া প্রতিবন্ধী সমিতি ও সাইডো যুব সংস্থা-সহ ২১ টি যুব সংগঠনের সদস্যরা এবং যুব উন্নয়ন অধিদপ্তরে চলমান প্রশিক্ষণরত শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দিবসের র্যালী শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা, প্রদানকৃত ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।