আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলার ৬৩ নং চল্লিশ কাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসার পাশের পাকা সড়কটি দীর্ঘদিন যাবত মানুষের চলাচলের অনুপযোগী হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী,
সাধারন মানুষ ও বিশেষ করে স্থানীয় অসুস্থ মুমূর্ষু রোগী এবং শিশু শিক্ষার্থীদের দুর্ভোগের কথা চিন্তা করে স্থানীয় সমাজসেবক ও দানশীল ব্যাক্তি ইঞ্জিনিয়ার মোঃ হারুন অর রশিদ এর অর্থায়নে এবং একই এলাকার সমাজকর্মী সাংবাদিক
আরও পড়ুনঃ নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল’ এ জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উদযাপন
মোঃ নূরুল হক হাওলাদারের উদ্যোগে বেশ কয়েকশত ফুট পাকা সড়ক পুনর্নির্মাণ সম্পূর্ণ করা হয়েছে। এতে করে অই এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষের দুর্ভোগ লাঘব হয়েছে বলে জানান উল্লেখিত স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা, শিক্ষকরা ও সাধারণ মানুষ।
এবিষয়ে সাংবাদিক নুরুল হক হাওলাদার প্রতিবেদককে জানান, ইন্জিনিয়ার হারুন সাহেব এভাবেই মানবিক ও সামাজিক কর্মকান্ড দীর্ঘদিন যাবত করে আসছেন এবং ভবিষ্যতেও করবেন বলে আস্বস্ত করেছেন এলাকাবাসীদের।