বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১১:০৮ অপরাহ্ন
শিরোনমঃ
অতিবৃষ্টির ফলে ৫০টি পরিবার পানিবন্ধি হওয়ায় ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা দিরাইয়ে ছাত্রছাত্রীদের অংশগ্রহনে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন বীরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে দুই প্রতিষ্টানকে অর্থদন্ড কুড়িগ্রামে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নব গঠিত কমিটির উদ্যোগে ফল উৎসব পানছড়িতে লোগাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত আদালতের ২০০৮ সালের রায়কে পুঁজি করে ১৭ বছর ধরে পদ্মায় অবৈধ বালু উত্তোলন, রূপপুর প্রকল্প, হার্ডিং ও লালন শাহ সেতু চরম ঝুঁকিতে বিমূঢ় দুটি মুখ “ —- হিলারী হিটলার আভী মায়ের হাসি- সাঈদুর রহমান লিটন যুদ্ধ তোমাকে কি দিবে- জাহাঙ্গীর চৌধুরী সন্ধ্যারেখা – নবাব শাহজাদা বর্ষার অলিখিত প্রেম- আসাদুজ্জামান খান মুকুল গজারিয়ায় অবৈধ চুনা কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষের লক্ষ্মীপুরে ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান মধুপুরে বৃক্ষমেলা উদ্বোধনের মধ্য দিয়ে ২দিনে  ৮০হাজার অবৈধ গাছ ধংস  ক্যান্সার আক্রান্ত মেয়েকে বাঁচাতে পঙ্গু বাবার আর্তনাদ. খাগড়াছড়ি পাজেপ এর সদস্য থেকে চেয়ারম্যানের দায়িত্বে শেফালিকা ত্রিপুরা কুমিল্লায় বুড়িচং মোকাম বড় বাড়ীর রাস্তা বন্ধ করে জনচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মহালছড়িতে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব কর্তৃক দুর্গাপুর উপজেলায় পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন জলাবদ্ধতা নিরাসনে সরজমিনে পরিদর্শন করেন

রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব কর্তৃক দুর্গাপুর উপজেলায় পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা

রিপোর্টার নাম
পাবলিশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫

মোঃ আলমগীর মোল্লাঃ

রাজশাহীর বহুল আলোচিত সাংবাদিকদের বৃহত্তম সংগঠন রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব কর্তৃক দুর্গাপুর উপজেলায় ২৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ শাখা কমিটির ঘোষণা করা হয়েছে। গত ০৮.০৭.২০২৫ ইং তারিখে ( রোজ মঙ্গলবার) বিভাগীয় প্রেসক্লাব অফিসে উক্ত কমিটি ঘোষণা করা হয়।

রাজশাহী বিভাগীয় প্রেস ক্লাবের সভাপতি এম এ আরিফের সভাপতিত্বে এবং বিভাগীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ আলামিন হক বিজয়ের সঞ্চালনায় কমিটি ঘোষণায় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি জামাল দ্বীন সুমন, সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান (শুভ),সহ-সাধারণ সম্পাদক আব্দুল বশির ডলার,

সাংগঠনিক সম্পাদক ১ রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ২ মোঃ মাসুদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক বাবলু প্রচার সম্পাদক মোঃ নাহিদ ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা মোসাঃ মৌসুমী আক্তার, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ রাহাত আলী সহ রাজশাহী বিভাগীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এবং সদস্য বৃন্দ।

আরও পড়ুনঃ ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন জলাবদ্ধতা নিরাসনে সরজমিনে পরিদর্শন করেন

দুর্গাপুর উপজেলার পূর্ণাঙ্গ শাখা কমিটিতে সভাপতি মোঃ ইসমাইল হোসেন নবী, সিনিয়র সহ-সভাপতি মোঃ আলামিন হক বিজয়, সহ-সভাপতি মোঃ গোলাম কিবরিয়া, সহ-সভাপতি মুন্না ইসলাম আগুন, সাধারণ সম্পাদক মোঃ মমিন জাদরান, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান আকাশ,

সহ-সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহান, প্রচার সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, অর্থ সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, সহ-অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল শামস্ (সবুজ), ত্রাণ দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম আকাশ, সহ-দপ্তর সম্পাদক মোঃ আকাশ ইসলাম,

সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কায়সার আহমেদ,আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শামীম শাহেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবু রায়হান, নির্বাহী সদস্য মোঃ রবিউল ইসলাম রবি মাস্টারকে গুরুত্বপূর্ণ পদ দিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির উদ্দেশ্যে রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এম এ আরিফ বলেন,“গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা ও স্বাধীন সাংবাদিকতা বিকাশে নবনির্বাচিত কমিটির ভূমিকা হবে ইতিবাচক ও প্রেরণাদায়ী।

আমরা আশা করি, তাঁদের নেতৃত্বে রাজশাহী বিভাগীয় প্রেস ক্লাবের দুর্গাপুর উপজেলার শাখা কমিটি সংগঠনকে আরও সুসংগঠিত ও সক্রিয়ভাবে এগিয়ে নিয়ে যাবে।” তিনি আরো বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ রাষ্ট্র কাঠামোকে সুসংগঠিত করে সঠিক পথে পরিচালনার জন্য একজন গণমাধ্যম কর্মীর বস্তুনিষ্ট তথ্যের ভিত্তিতে সংবাদ উপস্থাপন করা এবং দেশবাসীর কাছে পৌঁছে দেওয়া একজন আদর্শ সাংবাদিকের কাজ।

আরও পড়ুনঃ রূপগঞ্জে ব্যবসায়ী মামুন হত্যা মামলার আসামী গ্রেফতার

সৎ ও নিষ্ঠার সাথে তথ্য সংগ্রহ করে সংবাদ উপস্থাপনের জন্য সকল সাংবাদিকদের প্রতি তিনি আহবান জানান।

অনুষ্ঠান শেষে দুই প্রেস ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই ভবিষ্যতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সংশ্লিষ্টরা অভিমত জানান যে, এই ফুলেল শুভেচ্ছা বিনিময় দুই সংগঠনের মধ্যকার সম্পর্ককে আরও দৃঢ় ও শক্তিশালী করবে এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।


এই বিভাগের আরও খবর