জেলা প্রতিনিধি রাজবাড়ীঃ
বালিয়াকান্দিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বালিয়াকান্দি উপজেলার রামদিয়া শাখা প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফরিদপুর ইসলামী চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে আয়োজিত এ ক্যাম্পে প্রায় ৩শ রোগীকে চোখের বিভিন্ন সমস্যার চিকিৎসা দেওয়া হয়।

ফরিদপুর ইসলামী চক্ষু হাসপাতালের ৮ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল এ সেবা প্রদান করেন। রোগীদের চোখের দৃষ্টি পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিনামূল্যে সরবরাহ করা হয়। যেসব রোগীর ছানি বা অন্যান্য বড় ধরনের চক্ষু অপারেশন প্রয়োজন, তাদের ফরিদপুর কিংবা ঢাকায় নিয়ে গিয়ে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবী) রাজবাড়ী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শিকদার নিশীত কুমার, ডিভিশনাল কো-অর্ডিনেটর (লিড জেনারেশন) মোঃ জামির আলী, আঞ্চলিক ব্যবস্থাপক (হিসাব বিভাগ) মোঃ রফিকুল ইসলাম, ব্র্যাক জেলা সমন্বয়কারী প্রনব কুমার, মানব সম্পদ কর্মকর্তা মোঃ শাহজাহান আলী, আঞ্চলিক সমন্বয়ক (লিড জেনারেশন) মোঃ জাহাঙ্গীর কবির, সাউথইস্ট ডিভিশনের ম্যানেজার (বিডিইউ) শেখ আছাবুর রহমান, রামদিয়া শাখার ব্যবস্থাপক (দাবী) মিলন সরকার, শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) উৎপলা বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তারা।
আঞ্চলিক ব্যবস্থাপক শিকদার নিশীত কুমার বলেন, “গ্রামীণ ও প্রান্তিক জনগণ চোখের চিকিৎসার বিষয়ে সচেতন নয়। এজন্য ব্র্যাক বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সারাদেশে বিনামূল্যে চক্ষু সেবা দিয়ে যাচ্ছে। প্রতিটি ক্যাম্পে অন্তত ৩শ রোগীকে সেবা প্রদান, চশমা বিতরণ এবং যাদের অপারেশন দরকার তাদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হচ্ছে। আমাদের লক্ষ্য হলো গ্রামীণ মানুষের মাঝে চক্ষু-সচেতনতা বৃদ্ধি ও দৃষ্টিশক্তি ফিরে পেতে সহায়তা করা।
এ ক্যাম্পকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অনেকেই বলেন, বিনামূল্যে এ ধরনের সেবা তাদের জন্য অনেক বড় সহায়তা। বিশেষ করে যারা আর্থিক অসচ্ছলতার কারণে চোখের চিকিৎসা করাতে পারছিলেন না, তারা এ ক্যাম্পে এসে উপকৃত হয়েছেন।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.