প্রতিবেদক: আনোয়ার হোসেন
রাজনীতি মানেই শুধু ক্ষমতা বা পদ দখল নয়, রাজনীতি মানে মানুষের আস্থা অর্জন, মানুষের জন্য কাজ করা এবং জনগণের পাশে দাঁড়ানো। আর সেই কাজের মূল শক্তি হলো সততা এমনটাই মনে করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজকর্মী মোঃ আবুল কাশেম।
তিনি বলেন, একজন দক্ষ সংগঠকের অন্যতম গুণ হলো সততা। সততা ছাড়া রাজনীতি দীর্ঘস্থায়ী হয় না। সাময়িকভাবে মিথ্যা, প্রতারণা কিংবা স্বার্থপরতার মাধ্যমে কিছু সুবিধা পাওয়া গেলেও তা কখনো স্থায়ী হয় না। ইতিহাস সাক্ষ্য দেয়, সততা ও নীতির ওপর দাঁড়ানো নেতারাই মানুষের হৃদয়ে অমর হয়ে থাকেন।
তার মতে
১. সততার সাথে কাজ করলে কর্মী-সমর্থকদের মধ্যে বিশ্বাস জন্মায়।
২. সংগঠনে ঐক্য প্রতিষ্ঠিত হয়।
৩. জনগণ আশ্বস্ত হয় যে তাদের প্রতিনিধি প্রকৃতপক্ষেই তাদের জন্য কাজ করছেন।
আরও পড়ুনঃ বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উৎসব উপলক্ষে মিনি ফুটবল টুর্নামেন্ট
তিনি আরও বলেন, আজকের সময়ে রাজনীতির সবচেয়ে বড় সংকট হলো বিশ্বাসযোগ্যতা। সাধারণ মানুষ রাজনীতিবিদদের প্রতি আস্থা হারাচ্ছে, কারণ কথার সাথে কাজের মিল না থাকায় জনগণ হতাশ হচ্ছে। অথচ একটি দেশের সুষ্ঠু গণতন্ত্র ও টেকসই উন্নয়নের জন্য সবচেয়ে জরুরি হলো বিশ্বাসযোগ্য রাজনৈতিক নেতৃত্ব।
মোঃ আবুল কাশেম মনে করেন, বিশ্বাসযোগ্যতা অর্জনের একমাত্র উপায় হলো সততার সাথে কাজ করা। সততা ও নীতির রাজনীতি মানুষকে শুধু আস্থাশীল করে না, বরং দেশের অগ্রগতির পথও প্রশস্ত করে। জনগণ তাদের নেতার মধ্যে সততা খুঁজে পেলে নিজেরাও উৎসাহিত হয় সৎ পথে চলতে, যা পুরো সমাজ ব্যবস্থাকে ইতিবাচক দিকে নিয়ে যায়।
তিনি দৃঢ় প্রত্যয়ে বলেন, রাজনীতিতে সততার মূল্যায়ন হবেই হবে। ক্ষমতা, অর্থ কিংবা প্রভাব দিয়ে কিছুদিন মানুষের মন জয় করা গেলেও তা স্থায়ী নয়। প্রকৃত নেতৃত্ব সততার উপরেই টিকে থাকবে ইনশাআল্লাহ।
মোঃ আবুল কাশেম পড়াশোনা করেছেন রাষ্ট্রবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষায়। তিনি বিএসএস (অর্নাস), এমএসএস (রাষ্ট্রবিজ্ঞান) এবং এমবিএ (মার্কেটিং) ডিগ্রিধারী। শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান যেমন প্রশংসনীয়, তেমনি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.