মোঃ এরশাদ আলী, রাঙ্গামাটি প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদুতে জুলাই বিপ্লবের শহীদের স্মরণে " জুলাই শহীদ দিবস " যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
১৬ জুলাই বুধবার সকালে লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই বিপ্লবের শহীদের আত্মার মাগফিরাত কামনা ও জুলাই শহীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার(ভূমি) মোঃ কফিল উদ্দিন মাহমুদ এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ,
আরও পড়ুনঃ ভ্যাট আইনের ভয় সংস্কারে কি দূর হয়?
লংগদু উপজেলা বিএনপি'র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তি যোদ্ধা খোরশেদ আলম, উপজেলা প্রেসক্লাবে প্রধান উপদেষ্টা, প্রবীণ সাংবাদিক ও মৌজা হেডম্যান মোঃ এখলাস মিয়া খান,
প্রেসক্লাব সভাপতি এপিএস মামুন, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, ৬ষ্ঠ এপিবিএন, ৩৭ বিজিবি রাজনগর জোন, ৩৮ আনসার ব্যাটালিয়ন , উপজেলা আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ, জুলাই বিপ্লবের আহত ও অংশ গ্রহণকারী শিক্ষার্থী সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন বলেন, জুলাই বিপ্লবের মূল উদ্দেশ্য ছিল বৈষম্য দূরীকরণ, জুলাই বিপ্লবের স্প্রীডকে কাজে লাগিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ। শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে গুরুত্ব দিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানান।
আরও পড়ুনঃ প্রতারণা ও ধর্ষণের অভিযোগ: মোঃ জিয়াউল ইসলাম সুমনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন
আলোচনায় বক্তারা বলেন, জুলাই বিপ্লবের শহীদের আত্মত্যাগের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। জুলাই আন্দোলনে নারী-পুরুষের সম্মিলিত আন্দোলনে শহীদদের রক্তে রাঙানো রাজপথ, স্কুলপড়ুয়া শিশুদের বুকের তাজা রক্তে ও ছাত্র-জনতার সাহসী স্লোগানে মুখরিত হয়ে এক নতুন সূর্যের প্রত্যাশা নিয়ে অজানা গন্তব্যের পথে ধাবিত হয়েছিলেন ।
তাদের আত্মত্যাগকে কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এসময়ে সাম্প্রতিক সময়ে দেশের একশ্রেণির ক্ষমতার অপব্যবহার, দূর্নীতি ও চাঁদাবাজি সম্পর্কে উদ্যেগ প্রকাশ করা হয়।
সন্ত্রাসী ও দূর্নীতি ও চাঁদাবাজ যে দলেরই হউক, তাদের কঠোর হস্তে দমনের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান বক্তারা।শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা বিশেষ মোনাজাত করা হয়। এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে জুলাই বিপ্লবের গ্রাফিতি অংকন করা হয়।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.