যুদ্ধ তোমাকে কি দিবে-
জাহাঙ্গীর চৌধুরী
নভোর গাত্রে অগ্নিস্ফুলিঙ্গের ধ্বনি,
চিলাক্ষির মতন গগনতলে নিশানা,
প্রতিটি অগ্নিকণা জ্যান্ত প্রাণের খুনি,
পেরিয়ে আসে নিজ ভূমের সীমানা।
প্রস্তর আত্মার মানুষ পৃথিবীর দৈত্য,
আধিপত্যের ভূকম্পন তোলে নিত্য।
আরও পড়ুনঃ সন্ধ্যারেখা – নবাব শাহজাদা
যুদ্ধ তোমাকে কি দিবে দেখ ভেবে ?
অকাতরে রণাঙ্গনে প্রাণ ঝরবে,
ধবল বসনে পত্নী বুভুক্ষু হয়ে হাঁটবে,
অনাথ শিশু দারিদ্রতার ঘানি টানবে।
দুর্ভিক্ষের কবলে পড়ে মানুষ মরবে।
তুমি রাজাসনে বসে বসে তা দেখবে।
না হবে না,ভুলে যাও পূর্বেকার ভাব,
তোমাকেই দিতে হবে ক্ষতির জবাব।