যাবার খবর এলো বুঝি
মজনু মিয়া
বয়স বেড়ে অনেক হলো
এখন বুঝি তাই,
আগের মতো কোনো কাজে
রুচি বোধ আর নাই।
আরও পড়ুনঃ প্রিয় বাংলাদেশ – কুলসুম বিবি
গায়ের চামড়া ঢিলে গেছে
পাক ধরেছে চুল,
খাওয়া খাদ্যির দম কমেছে
সাঁতারে অকূল।
হাঁটতে গেলে অস্থির লাগে
গায়ে ছুটে ঘাম,
পরিবারের বোঝা হইছি
কেউ দেয় না দাম।