যশোর প্রতিনিধিঃ
আগস্ট (শুক্রবার) যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে (বাকড়ী গার্লস স্কুল সংলগ্ন খেলার মাঠ) এই খ্রিস্টান ধর্মীয় আরোগ্যদায়ী সভা (Healing to the nations Crusade Program) অনুষ্ঠিত হয়।সামাজিক কল্যাণভিত্তিক ও খ্রিস্টান ধর্মীয় সংস্থা ক্রাইস্ট এমবাসি চার্চ, বাংলাদেশ- আয়োজিত বিশাল এই খ্রিস্টান ধর্মীয় আরোগ্য দায়ী সভার মূল লক্ষ্য খ্রিস্টান বিশ্বাসের আলোকে অংশগ্রহণকারী সকল মানুষের শারীরিক, মানসিক ও আত্মিক আরোগ্য লাভের একটি সুযোগ তৈরি করা।
সভায় খুলনা বিভাগসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ৫ হাজার ধর্মপ্রাণ খ্রিস্টান সদস্য ও চার্চ প্রতিনিধিদের অংশগ্রহণে একটি প্রার্থনামূলক, শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত প্রায় পাঁচ হাজার অংশগ্রহণকারীর শারীরিক, মানসিক ও আত্মিক অসুস্থতা সহ বিভিন্ন বিষয়ে আরোগ্য লাভের জন্য প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে মহান ঈশ্বরের কাছে প্রার্থনার ডালি তুলে ধরেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রচারক ও আধ্যাত্মিক নেতা সম্মানিত পাস্টর ক্রিস ওয়াখিলোম (Pastor Chris Oyakhilome),নেপাল থেকে আগত পাস্টর ফিলিপ চৌধুরী ও বাংলাদেশের পাস্টর সেলিনা খাতুন নয়মী।
এ সময় অনলাইনের মাধ্যমে ডিজিটাল পর্দায় Healing to the nations Crusade Program বিষয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন, হিলিং স্কুল নাইজেরিয়া’র পরিচালক পাস্টর দেওলা ফিলিপ (Pastor Deola Philip) ও পাস্টর এডি ওয়াসী (Pastor Eddy Owase)।
ময়মনসিংহ মহানগর ছাত্রশিবির আয়োজিত জুলাই জাগরণ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দিনব্যাপী অনুষ্ঠানটি পরিচালনা করেন
ক্রাইস্ট এম্বাসি চার্চের বাংলাদেশ প্রতিনিধি জন সাব্বির রানা।উপস্থিত বিভিন্ন মানুষের সাথে কথা বলে জানা যায়, আধ্যাত্মিক এই আয়োজনের মাধ্যমে অসুস্থ ব্যক্তিরা কেবল শারীরিক নিরাময়ই নয়, মানসিক ও আত্মিক শান্তিও লাভ করেছেন।
অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার সাধারণ মানুষ
উপস্থিত ছিলেন।
এরমধ্যে এসময় প্রায় ৫০ জন নারী পুরুষ এবং শিশু বিভিন্ন অসুস্থতা থেকে তাৎক্ষণিক আরোগ্য লাভ করেন।অনুষ্ঠানে উপস্থিত সকলের জন্য ফ্রি যাতায়াত এর ব্যবস্থা সহ দুপুরের খাবারের ব্যবস্থা ছিল।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে যশোরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি ক্রাইস্ট এম্বাসি বাংলাদেশ চার্চের পর্যাপ্ত স্বেচ্ছাসেবক দল নিয়োজিত ছিলেন। যারা নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং সার্বিক ব্যবস্থাপনায় নিরলসভাবে পরিশ্রম করেন।