ময়মনসিংহ প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে তারাকান্দা কামারিয়া বাজারে হাটে কোরবানির পশু বিক্রি শুরু হয়েছে। জমে উঠেছে বেচাকেনা। ক্রেতারা হাটে ঘুরে ঘুরে গরু, ছাগল, বিভিন্ন কোরবানির পশু দেখছেন এবং দাম যাচাই করে কিনছেন। বিভিন্ন এলাকা থেকে কোরবানির পশু নিয়ে এসেছেন ব্যাপারীরা।
ক্রেতারাও দাম যাচাই বাছাই করে কোরবানির পশু কিনছেন। বিক্রির জন্য গরু নিয়ে বিক্রেতারা কামারিয়া বাজারে হাটে শুরু হয়েছে বেচাকেনা। গরু বিক্রির ব্যাপারে যথেষ্ট আশাবাদী বিক্রেতারা। বিকেল থেকে বেচাকেনা জমে ওঠেছে। সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন তারা। ক্রেতার সামনে নজর কাড়তে গরুকে ধুয়ে-মুছে গোসল করিয়ে এবং খাবার খাইয়ে প্রস্তুত করতে দেখা গেছে। রবিবার থেকে পুরোদমে গরু বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন বিক্রেতারা।
হাট সংশ্লিষ্টরা বলছেন, রবিবার বিকাল থেকে কামারিয়া বাজারে গরু বিক্রি চলছে। আসা করছি বাজারে ব্যাপক হারে গরু বিক্রি হবে। এখানে যারা আসেন তারা তো নিয়মিত কেনাকাটা করেন না। তাই একটু সময় লাগে। আমরা সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছি, যাতে ক্রেতারা নির্ভয়ে এখানে কেনাকাটা করতে পারেন। পশুর ডাক্তারও রাখা হয়েছে। এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি ভালোই। আমরা আশা করি আগামী দুই দিন আরও জমজমাট হবে বেচাকেনা।
বিক্রেতারা বলছেন, হাটে বড়, মাঝারি ও ছোট গরুসহ কোরবানির পর্যাপ্ত পশু আছে। তবে ক্রেতাদের সংখ্যা খুব কম। ক্রেতারা গরুর দাম কম বলছেন। উল্টো কথা বলছেন ক্রেতারা। বাজেট অনুযায়ী ছোট ও মাঝারি গরু দামে মিলছে না হাটে।
হাট ঘুরে দেখা যায়, হাটের প্রবেশ পথ দিয়ে ঢুকতেই বড় গরু চোখে পড়বে। এর পরে মাঝারি গরু মিলবে হাটের মাঝে। তবে হাটে সব আকারের গরু আছে। তবে হাটে বেশি উঠেছে মাঝারি ও বড় গরু। এদিন হাটে ক্রেতাদের কম দেখা গেছে। হাটে এখনও ক্রেতাদের থেকে গরু বেশি।
স্থানীয় প্রশাসনের নজরদারি, ক্রেতা-বিক্রেতাদের সরব উপস্থিতি এবং দেশি গরুর চাহিদা বৃদ্ধির ফলে তারাকান্দা কামারিয়া বাজারে পশুর হাটে ঈদুল আযহা সামনে রেখে জমজমাট বাণিজ্যিক পরিবেশ তৈরি হয়েছে।