আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ধোবাউড়ায় “সাংবাদিকতা হোক মানুষের কল্যাণে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে দিনব্যাপী এক দক্ষতাবৃদ্ধিমূলক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৮ জুলাই ২০২৫) ধোবাউড়া প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আনিছুর রহমান মানিক এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবুল হাশেম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত শারমিন। তিনি বলেন, “সাংবাদিকতা সমাজের দর্পণ। পেশাগত দক্ষতা বাড়িয়ে সাংবাদিকরা সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধোবাউড়া থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক।
প্রশিক্ষক হিসেবে ওরিয়েন্টেশনে প্রশিক্ষণ প্রদান করেন এখন টিভির বিশেষ প্রতিবেদক ও ময়মনসিংহ ব্যুরো ইনচার্জ হারুনুর রশিদ।
আরও পড়ুনঃ হবিগঞ্জের বাহুবলে চালককে হত্যা করে টমটম ছিনতাইকারী গ্রেফতারকৃত দুই চোর
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মতিলাল সরকার, ফজলুল হক, শাহীনুজ্জামান প্রিন্স, শামসুল হক মৃধা, কামরুল ইসলাম আমির, মঞ্জুরুল হক ফকির, আতাউর রহমান খোকন, আনিসুর রহমান, আমিনুল ইসলাম, আজহারুল ইসলাম, ইসরাফিল হোসাইন পাপ্পু, ইকবাল কবির মানিক, উমর আলী, সিরাজুল ইসলাম, আব্দুল মতিন মাসুদ, মজিবুল খাইয়ুম, আকিকুল ইসলাম, বার্নাড সরকার, নাইম হাসান প্রমুখ।
অনুষ্ঠান শেষে ধোবাউড়া প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিনকে একটি সম্মাননা স্মারক প্রদান করা হয়।