মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয় এবং উপজেলা প্রশাসন, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ এর যৌথ উদ্যোগে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা সদরের পুরাতন বাজার নামক এলাকায় আজ ৩০ জুলাই বুধবার মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারা লংঘন করে পলিথিন বিক্রয় করার অপরাধে দুইজন ব্যবসায়ীকে মোট ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
ঈশ্বরগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মো: রুকন মিয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুনঃ চিলমারীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক মিটিং অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জ থানা পুলিশ এর একদল সদস্য অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানা যায়।