আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন ২০২৫) শহরের অনুভব কমিউনিটি সেন্টারে ট্রাফিক বিভাগ, ময়মনসিংহ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ বগুড়া গাবতলীতনশিপুর ইউনিয়নে বাগবাড়িতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মান
কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (প্রশাসন) আবু নাছের মোহাম্মদ জহির। তিনি পেশাদার পরিবহন চালকদের উদ্দেশে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন এবং সড়কে নিরাপদ চালনা, ট্রাফিক আইন মেনে চলা ও দুর্ঘটনা এড়ানোর কৌশল নিয়ে আলোচনা করেন।
প্রশিক্ষণে ময়মনসিংহ ও আশেপাশের জেলার প্রায় ৩০০ পেশাদার ড্রাইভার অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ট্রাফিক আইন, রোড সাইন, জরুরি অবস্থায় করণীয়সহ নানা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিতভাবেই তারা স্কুল-কলেজের শিক্ষার্থী, যাত্রী ও পরিবহন শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে থাকেন। এমন আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি পাবে এবং দীর্ঘমেয়াদে সড়ক দুর্ঘটনার হার কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।