ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহে ব্যাপক আয়োজনে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার ( ১৮ জুন ২০২৫) সকাল থেকে দিনব্যাপী “জেলায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মুফিদুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। অনুষ্ঠান সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) লুৎফুন নাহার, আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার তাহমিনা আক্তার।
কর্মশালায় অংশগ্রহণকারীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে ‘সমন্বিত প্রচার কৌশল’ বিষয়ে গ্রুপ ওয়ার্ক করেন। তারা মাঠপর্যায় আলোচনায় মাইকিং, উঠান বৈঠক, স্কুল-কলেজে সচেতনতামূলক সেশন, সামাজিক মাধ্যম ভিডিও বার্তা, এবং ধর্মীয় উপদেশের মাধ্যমে সচেতনতা তৈরি করার নানা উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন।
বক্তাদের বক্তব্য,বক্তারা সবাই একমত, গ্রাম আদালতে আইনজীবীর প্রয়োজন আছে এমন বার্তা স্পষ্টভাবে জনগণের কাছে পৌঁছে দিতে হবে যাতে দরিদ্র ও প্রান্তিক জনগণ ভয় বা উচ্চ খরচ চিন্তা না করে সহজেই ন্যায়বিচারে পৌঁছাতে পারেন।
জেলা প্রশাসক মুফিদুল আলম কর্মশালার বলেন,মাত্র ২০ টাকা খরচে দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি সম্ভব — এ সুযোগ যদি সঠিকভাবে জনগণের মাঝে পৌঁছে দেওয়া যায়, তবে তারা দ্রুত ও স্বল্প খরচে ন্যায়বিচার পাবে।”
আরও পড়ুনঃ উলিপুরে সন্ত্রাসবিরোধী আইনে বিএনপির সাবেক নেতা আলমগীর বসুনিয়া গ্রেফতার
কর্মশালাটি গ্রাম আদালতের বিষয়টিকে জনগণের কাছে জনপ্রিয় করতে এবং স্থানীয় প্রশাসনের মাসালটির অংশ হিসেবে কার্যকর প্রচার ব্যবস্থা গড়ে তুলতে পরিকল্পিত। অংশগ্রহণকারীরা প্রত্যাশা করেন, এই উদ্যোগের মাধ্যমে গ্রাম আদালতের সুবিধা সহজে জনমনে প্রতিষ্ঠিত হবে, যা স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করবে।
দিনব্যাপী কর্মশালার মাধ্যমে পরিকল্পিত প্রচার কৌশল গ্রহণের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে জনসচেতনতা বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হলো। স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এই কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেয়া হয়।
জেলা প্রশাসক মুফিদুল আলম এ কর্মশালাকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন, যা গ্রাম আদালতের মাধ্যমে জনগণের কাছে সহজ ও সাশ্রয়ী বিচার নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.