ময়না পাখি
হালিমা সুলতানা
আতা গাছের শুকনো পাতা
একি সুরের মিলন গাঁথা
ঝরঝরিয়ে পরে,
ময়না পাখি রঙিন ঠোঁটে
মিষ্টি হাসি ততাই ফুটে
আতা খামচে ধরে।
পাতা শূন্য গাছের ডালে
ময়না নাচে খুশির তালে
পাকা আতার লোভে।
পায়ে পিষেই নরম আতা
মাথায় তুলে রোদের ছাতা
ময়না কাঁদে ক্ষোভে।
একটা আতা নষ্ট বলে
ময়না রাগে এমনি জ্বলে
কান্না করে দিলো।
কান্না শুনে ময়না মায়ে
ছুটে আসেন আপন গাঁয়ে
মায়ের কোলে নিলো।