মোঃ ফিরোজ আহমেদ তালুকদার, মোড়েলগঞ্জ (বাগেরহাট)ঃ
বাগেরহাট মোড়েলগঞ্জ উপজেলার খাওউলিয়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন ২০২৫ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
বুধবার (২৮ জুন) সন্ন্যাসী এসপি রাশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সম্মেলনে ৪ ৫৯ জন ভোটারের মধ্যে ৪৩৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে মোঃ সেলিম খান ৩৯৭ ভোট পেয়ে বিজয়ী হন।
সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ এনামুল হক হাওলাদার ২৩৬ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে মাস্টার মোঃ আব্দুল আলিম ২৭০ ভোট পেয়ে নির্বাচিত হন।
সম্মেলনের উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক ও বাগেরহাট-৪ আসনের মনিটরিং টিম প্রধান খাদেম নেয়ামুল নাসির আলাপ।
আরও পড়ুনঃ মোরেলগঞ্জে ব্রিজ ধসে নৌকায় ঘুমন্ত ব্যবসায়ীর মৃত্য
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনিটরিং সদস্য সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু , শেখ আব্দুল হালিম খোকন, রুনা গাজী, হাফিজুর রহমান হাফিজ, তাঁতি দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, জেলা বিএনপি’র সদস্য মোঃ মনিরুল হক ফরাজী, এবং জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ভোট গণনার শেষে মনিটরিং টিম প্রদান খাদেম নিয়ামুল নাছির আলাপ বলেন।,, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পন্ন এই নির্বাচন নেতা ও কর্মীদের মাঝে নুতান উদ্দিপনা সৃষ্টি করবে। দলের দুর্দিনের ত্যাগী নেতাদের অংশগ্রহণে দল ঐক্যবদ্ধ থাকবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করবে।