মোঃ ফিরোজ আহমেদ,মোড়েলগঞ্জ প্রতিনিধিঃ
বাগেরহাটের মোড়েলগঞ্জে সঞ্জয় কর্মকার ( ৩০ ) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ। নিখোঁজের একদিন পর রোববার ( ৬ জুলাই ) বিকেল তিনটার দিকে খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী বাজার সংলগ্ন আফজাল হোসেনের বাড়ির বাগানে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।
সঞ্জয় কর্মকার মোড়েলগঞ্জ উপজেলার বানিয়াখালি গ্রামের বাসিন্দা নারায়ণ কর্মকারের ছেলে। তিনি তার বড় ভাই নরেশ কর্মকারের সঙ্গে আফজাল হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। পরিবারের সূত্রে জানা যায় শনিবার সকাল ১০ টার দিকে তিনি বাসা থেকে বের হন এবং তারপর থেকেই নিখোঁজ ছিলেন।
নরেশ কর্মকার বলেন “মাত্র ৪ মাস আগে সঞ্জয় বিয়ে করেছিলেন। কিন্তূ বিয়ের এক মাসের মাথায় পারিবারিক কলহের কারনে তার স্ত্রী সুম্মিতা রানী বাবার বাড়ি ফিরে যান। এই ঘটনায় সঞ্জয় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সেই চাপ থেকেই হয়তো সে আত্মহত্যা করেছেন”।
আরও পড়ুনঃ নব জাতীয়করন কৃত প্রাথমিক শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা বরাবর আবেদন
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোড়লগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মতলুবর রহমান বলেন, ” অপমৃত্যুর (ইউ ডি ) মামলা রুজু করে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি, ঘটনার কারণ ও পেছনের বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে “।
ঘটনাটি এলাকায় ব্যাপক চঞ্চলের সৃষ্টি করছে। স্থানীয়দের দাবী পারিবারিক বিষন্নতা ও মানসিক চাপ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে যথাযথ কাউন্সিলিংয়ের সুযোগ ও সচেতনতা তৈরি করা দরকার।