মোনালী দিনের নিগুঢ় হাসি
হাফিয রেদওয়ান
অতীতের সেই সোনালী দিন
গোনে হয় না শেষ,
হইহল্লোতে সময় বন্দি
ঘুমেও কাটতো বেশ।
মুখেতে সেই নিগুঢ় হাসির
মিশে আছে ভাঁজ,
খেলার ছলে থই পানিতে
ধরেছিলাম মাছ।
বৃষ্টি এলে গা ভিজিয়ে
কাদাতে লাফঝাপ,
সন্ধ্যা হলে কালা জ্বরে
তাই দিতোনা তো মাপ।
আরও পড়ুনঃ বান্দরবানে দুর্বৃত্তদের হামলায় আবু ছালেক নামে একজন গুরুতর আহত
জোনাকপোকা ধরতে গিয়ে
রাত করেছি পার
ঝোপজঙ্গলে বাঁশবনেতে
ভয় করিনি আর।
কুপির আলো মিটিমিটি
জ্বলতো পড়ার ঘর,
মাঝে মাঝে মা বলিতেন
পড়্ রে বাজান পড়্!