টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫টি অবৈধ বাংলা ড্রেজার মেশিনসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম অভিযান পরিচালনা করেন।
উপজেলার উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া এলাকায় ধলেশ্বরী নদীতে ওই এলাকার রাসেল, লিটন ঘোষ, শহিদুল, বজলু, আনন্দসহ কয়েকজন দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়। এসময় অবৈধভাবে বালু উত্তোনের পাঁচটি বাংলাড্রেজার ও ১হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়।
আরও পড়ুনঃ ডা: জোবাইদা রহমানের ৫৩তম জন্মদিনউপলক্ষে বগুড়া জেলা যুবদলের উদ্যোগে ও গাবতলী পৌর যুবদলের আয়োজনে বৃক্ষরোপণ
এব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম জানান, বাংলা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান চালিয়ে পাঁচটি ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় জেল-জরিমানা করা সম্ভব হয়নি বলে তিনি জানিয়েছেন।