মায়ের হাসি – সাঈদুর রহমান লিটন
আমার মায়ের স্বর্গ হাসি
মনে লাগায় দোলা,
আমার মায়ের মিষ্টি হাসি
যায় না কভু ভোলা।
আমার মায়ের হাসির শোভা
চাঁদের সাথে মিলে,
আমার মায়ের দেখলে হাসি
সুখ পাওয়া যায় দিলে।
আমার মায়ের হাসি যেনো
ভোরের মিষ্টি আলো,
আমার মায়ের মুখের হাসি
দেখলে লাগে ভালো।
আমার মায়ের হাসির ধারা
নদীর মতো গতি,
যত সুখের ফল্গুধারা
আমার মায়ের প্রতি।
আমার মায়ের হাসি মুখটি
সোনার মত জ্বলে,
সবার সেরা আমার মা যে
সকল লোকে বলে।
গ্রামঃজগন্নাথদী পোঃ ব্যাসদী গাজনা
মধুখালী, ফরিদপুর
০১৭৩২৩৩৬৭৪৪