সফিক, নোয়াখালীঃ
জনদুর্ভোগ এর আরেক নাম মানিকপুর গ্রাম থেকে সপ্তগাঁও সড়ক।নোয়াখালী জেলার চাটখিল থানার মানিকপুর গ্রামের টেম্পু ষ্ট্যান্ড থেকে সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় হয়ে রক্ত মন্দার বাজার পর্যন্ত এই রাস্তাটার খুবই বিপদজনক এবং ভয়াবহ অবস্থা।
বিভিন্ন রকমের গাড়ি চলাচল করে। এক হাত দুই হাত পরপর অনেক বড় বড় গর্ত তৈরি হয়েছে। এখন বৃষ্টির দিনে সেই গর্তগুলিতে ভরপুর পানি জমে থাকে। তখন কোন গাড়ি যাতায়াত বা ক্রসিং করতে গেলে
আরও পড়ুনঃ ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প
রাস্তার আশেপাশে কোন লোকজন থাকলে বা রাস্তার আশেপাশে যে দোকানগুলি আছে কাঁদা পানিতে দোখানের মালামাল এবং মানুষের শরীর ও জামা কাপড় একে বারে কাঁদাপানিতে ভরে যায় এবং নষ্ট হয়ে যায়। অনেক সময় বিভিন্ন গাড়ি উলটপালট এবং কাতছিত হয়ে পড়ে।।
মানিকপুর থেকে সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় এবং ইসলামপুর হুসাইনিয়া দাখিল মাদ্রাসা। আবার সপ্তগাঁও থেকে দলটা কলেজ। প্রায় সহস্রাধিক ছাএছাএী ও অগনিত মানুষ ও যানবাহন প্রতিনিয়ত আসা যাওয়া করে। রাস্তার দুর্দশার কারণে অনেক সময় দুর্ঘটনা ও ভোগান্তির শেষ থাকেনা।
এই এলাকার ছাত্র-ছাত্রী ও জনগনের দাবী উক্ত রাস্তা অনতিবিলম্বে মেরামতের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।