শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন
Headline :
বাংলাদেশ জোট মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সর্বজনীন জোটের চেয়ারম্যান মোঃ আবুল হাসেম ন্যাশনাল ইউনিটি কাউন্সিল(এনইউসি) এর মহাসচিব বিদ্যুৎ চন্দ্র বর্মনের বাণী: মানবতার মূর্ত প্রতীক: *অধ্যাপক ড. আলহাজ্ব মোঃ শরীফ আব্দুল্লাহ হিস সাকী শিক্ষাবিদ ও মানবতাবাদী এক অনন্য সমন্বয়* -ড. এ আর জাফরী বাংলাদেশ সর্বজনীন জোটে মূল চিন্তাশক্তি হিসেবে আবির্ভূত প্রধান উপদেষ্টা ফরহাদ মাজহার বগুড়া গাবতলী স্টেশনের রেলওয়ে কর্মচারীকে মারপিট করে আহত করে ২২ বছর পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় – দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন সম্ভাবনার দিগন্তে বাংলাদেশ ময়মনসিংহে পলাতক আসামী গেপ্ততার করেছে র‍্যাব ১৪ যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১ বগুড়ার গাবতলী উপজেলার বিএনপিরভারপ্রাপ্তচেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল

মানবতার ফেরিওয়ালা সাবেক এমপি হাজী রহিম উল্যাহ

Reporter Name / ৫৩৫ Time View
Update : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার : অবশেষে ফেনী জেলার সোনাগাজী থানাধীন আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের মনোয়ারা বেগম (সীমা)কে একটি টিন ও কাঠের ঘর নির্মাণ করে দেওয়ার ঘোষণা দিলেন- ফেনী-৩ আসনের সাবেক সাংসদ হাজী রহিম উল্যাহ।
সাবেক সাংসদ হাজী রহিম উল্যাহ জানান, অনেক মসজিদ মাদ্রাসা ও স্কুল প্রতিষ্ঠা করেছি, এতিমখানায় সহযোগিতা করেছি, কিন্তু এই অসহায় সীমার পরিবারকে আমি বিভিন্ন সময় টুকটাক আর্থিক সহায়তা করলেও তার এই দুরাবস্থার কথা কেউ আমার নজরে দেয়নি। তিনি বলেন- গাজী হানিফ নামক ফেসবুক আইডিতে “পিতৃ-মাতৃহীন অসহায় মনোয়ারা বেগমের একটি ঘর প্রয়োজন” শিরোনামের সংবাদটি চোখে পড়ায় মনোয়ারা বেগম সীমার দুরাবস্থার কথা তিনি জানতে পেরেছেন।
শীঘ্রই মনোয়ারা বেগম সীমা’র পরিবারের বসবাসের জন্য টিন ও কাঠের একটি ঘর করে দিবেন বলে জানিয়েছেন ফেনী-৩ (সোনাগাজী দাগনভূঞা) আসনের সাবেক সাংসদ হাজী রহিম উল্যাহ।
হাজী রহিম উল্যাহ আরো জানান- যখনই এইসব গরীব অসহায় জনগোষ্ঠীকে সহযোগিতা করার প্রয়োজন মনে করবেন- আমাকে জানাবেন, আমি আমার সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করবো।
হাজী রহিম উল্যাহ দশম জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-০৩ আসন থেকে এমপি নির্বাচিত হন। হাজী রহিম উল্যাহ এমপি থাকাকালীন সময় এলাকার ব্যাপক উন্নয়ন ও অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং সাধারন মানুষের কাছে মানবতার ফেরিওয়াল হিসেবে উপাধি পান এ সাংসদ। দেশের সকল বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান ফেনী-০৩ আসনের সাবেক এমপি হাজী রহিম উল্যাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category