শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৮:১৯ পূর্বাহ্ন
Headline :
বাংলাদেশ জোট মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সর্বজনীন জোটের চেয়ারম্যান মোঃ আবুল হাসেম ন্যাশনাল ইউনিটি কাউন্সিল(এনইউসি) এর মহাসচিব বিদ্যুৎ চন্দ্র বর্মনের বাণী: মানবতার মূর্ত প্রতীক: *অধ্যাপক ড. আলহাজ্ব মোঃ শরীফ আব্দুল্লাহ হিস সাকী শিক্ষাবিদ ও মানবতাবাদী এক অনন্য সমন্বয়* -ড. এ আর জাফরী বাংলাদেশ সর্বজনীন জোটে মূল চিন্তাশক্তি হিসেবে আবির্ভূত প্রধান উপদেষ্টা ফরহাদ মাজহার বগুড়া গাবতলী স্টেশনের রেলওয়ে কর্মচারীকে মারপিট করে আহত করে ২২ বছর পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় – দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন সম্ভাবনার দিগন্তে বাংলাদেশ ময়মনসিংহে পলাতক আসামী গেপ্ততার করেছে র‍্যাব ১৪ যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১ বগুড়ার গাবতলী উপজেলার বিএনপিরভারপ্রাপ্তচেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল

মাদক সম্রাট সন্তোষ চক্রবর্ত্তী মধুর খুটির জোর কোথায়?

Reporter Name / ৬ Time View
Update : রবিবার, ২২ জুন, ২০২৫
মাদক সম্রাট সন্তোষ চক্রবর্ত্তী মধুর খুটির জোর কোথায়?

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম জেলার রাজউজান থানার কোয়েপাড়া গ্রামের মৃত মিন্টু চক্রবর্ত্তীর ছেলে সন্তোষ চক্রবর্ত্তী ওরফে মধুর পরিবারসহ মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। এমনকি তার ৩ ভাই ৩ বোন এবং তার মা বকুল রানী চক্রবর্ত্তী সেও ছেলেকে সহায়তা করতে গিয়ে নিজেও মাদক কারবারের সাঙ্গে জড়িয়ে পড়েছে।

জানা গেছে, সন্তোষ চক্রবর্ত্তী মধুর পিতারা ২ ভাই মিন্টু চক্রবর্ত্তী ও ঝুন্টু চক্রবর্ত্তী। সন্তোষ চক্রবর্ত্তী মধু ছিনতাই ও মাদক ব্যবসায় জড়িত হওয়ার পেছনে অনেক রহস্য আছে। মধুর বাবা যাকে বিয়ে করেন তার নাম বকুল রানী চক্রবর্ত্তী তার পিতার নাম জীবন চক্রবর্ত্তী (কবিরাজ)।

বাড়ী আনোয়ারা উপজেলা, চট্টগ্রাম এই জীবন চক্রবর্ত্তীর ৪ ছেলে তৎমধ্যে তিন ছেলেই চুরি, ডাকাতির সাথে জড়িত ছিল। অর্থাৎ মধু চক্রবর্ত্তীর মামারাও তেমন ভালো ছিল না। যার কারণে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সন্তোষ চক্রবর্ত্তী মধুর মা বকুল রানী চক্রবর্ত্তীকে অনেক চেষ্টা করেও বিয়ে দিতে পারছিলনা সংগত কারণে।

খারাপ পরিবারের সাথে কোন ভালো পরিবার সমন্ধ করতে চাইবে না এটাই স্বাভাবিক। মধুর বাবা মিন্টু চক্রবর্ত্তীও তার ভাই ঝুন্টু চক্রবর্ত্তী ছিল অশিক্ষিত এবং খারাপ প্রকৃতির লোক। মধুর কাকা ঝুন্টু চক্রবর্ত্তী ছিল একধরনের প্রতারক। চেহারা দেখতে একটু সুন্দর হওয়াতে অনেক মেয়ের বাবাকে ঠকিয়েছে। সুন্দর ছেলে দেখে যে কোন মেয়ের বাবা ঝুন্টু চক্রবর্ত্তীকে মেয়ে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যেতেন।

এই সুযোগটাকে কাজে লাগিয়ে ঝুন্টু চক্রবর্ত্তী বিয়ের অভিনয়ে করে অনেক মেয়েকে বিভিন্ন জায়গায় বিয়ে করে ওদের থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে জায়গা পরিবর্তন করতো, একধরনের অন্যায় বা প্রতারণা আশ্রয় নিয়ে শেষ পর্যন্ত জীবনের শেষ ভাগে এসে পাগল হয়ে মৃত্যুর বরণ করেন।

মাদক সম্রাট সন্তোষ চক্রবর্ত্তী মধুর বাবা মিন্টু চক্রবর্ত্তী চট্টগ্রাম শহরে টেরী বাজারস্থ আফিম গলির ফুটপাতে বসে ইলেকট্রিক মিস্ত্রীর কাজ করতো। এতে আয় যা হতো তা দিয়ে মদ খেতো, আর কিছু টাকা বাড়ীতে পাঠাতো। এদিকে মধুর মাও ছিল অশিক্ষিত ঘরের মেয়ে তার ভাইও ছিল সন্ত্রাসী। অর্থের অভাবে হোক বা রক্তের দোষে হোক মিন্টু চক্রবর্ত্তী ও বকুল রানী চক্রবর্ত্তীর ৩ ছেলে ৩ মেয়ে কোনটাই শিক্ষার আলো পায়নি।

সন্তোষ চক্রবর্ত্তী মধুর অন্য দুই ভাই যথাক্রমে সবার বড় আশুতোষ চক্রবর্ত্তী ও মেজ ভাই পরিতোষ চক্রবর্ত্তী নিয়মিত মদ খায় আর মেজ ভাই গাঁজা সেবন করতো। বড় ভাইদের আচরণ অনুসরণ করে ছোট ভাই সন্তোষ চক্রবর্ত্তী মধুও মদ পানে আসক্ত হয়ে পরেন।

আর এই মদের টাকা জোগাড় করতে গিয়ে ছিনতাই ও ডাকাতিতে লিপ্ত হয়ে পড়েন। ২০০৭ সালে চট্টগ্রাম কলেজ ষ্টাফ কোয়াটারে ডাকাতি করতে গিয়ে বন্ধুকসহ চন্দনপুরা, সিরাজউদদৌল্লা রোড, থানা কোতোয়ালী গ্রেপ্তার হয় এবং এই মামলায় প্রায় ৫ বছর হাজতবাস করে বের হয়ে এসে আবারো ছিনতাই চুরি ডাকাতির কাজ অব্যাহত রাখে।
একটা পরিবারের মা হচ্ছে বড় অভিভাবক, কিন্তু মধুর মা বকুল রানী চক্রবর্ত্তী হচ্ছে আরো খারাপ মহিলা যার কারণে ছেলেগুলোর এই পরিনতি।

বর্তমানে মধুর বড় দুই ভাই আশুতোষ চক্রবর্ত্তী ও পরিতোষ চক্রবর্ত্তী চট্টগ্রাম শহরে পরিবার নিয়ে বসবাস করে। এক সময় গ্রামের বাড়ীতে (কোয়েপাড়া, রাউজান) থাকা অবস্থায় আশুতোষ ও পরিতোষ দুজনই সস্ত্রাসী কাজে লিপ্ত ছিল। বড় ভাই আশুতোষ চক্রবর্র্ত্তী গ্রামের বাড়ীর অন্যান্য অংশীদারদের গাছ বিক্রি ও পুকুরের মাছ বিক্রি চলতো। নোংড়া কাজে জড়িত থাকায় গ্রামের শিক্ষিত লোকেরাও ওদের ভয় পেতো।

বর্তমানে সন্তোষ চক্রবর্ত্তী মধু গ্রাম-কোয়েকপাড়া, থানা-রাউজান, জেলা-চট্টগ্রামে বাস করে। দক্ষিন রাউজানের মদের ব্যবসা পুরাই তার নিয়ন্ত্রণে চলে। গ্রামের বাড়ীর অন্যান্য অংশীদারদের সম্পত্তি দখল করে আছে প্রায় ১২ বছর যাবত। সম্পত্তির অংশীদারগণ গত ১১ জুন তাদের নিজ বাড়ীতে গেলে তাদের উপর ধাড়ালো কৃচ ও লাঠিসোঠা নিয়ে হামলা করে।

তখন তার পক্ষে প্রায় ১৫/২০ জন অস্ত্রধারী সন্ত্রাসী উপস্থিত ছিল। এলাকার লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তার রয়েছে বিশাল সন্ত্রাসী বাহিনী। সে আওয়ামী লীগ আমলেও দাপটের সহিত মাদক ব্যবস্থা ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। বর্তমানে সরকার পরিবর্তন হওয়ার পরও সে একই অবস্থায় বলবৎ রয়েছে এবং সে নিজেকে বিএনপি’র ৮নং ওয়ার্ড সভাপতি হিসেবে পরিচয় দেয়।

সে কথায় কথায় বলে তোমরা আমার কিছুই করতে পারবেনা। আর্মি, র‌্যাব, পুলিশ সবার সাথে আমার সম্পর্ক রয়েছে, প্রশাসনের সাথে যদি আমার সম্পর্ক না থাকতো আমার ব্যবসা চলে কি করে? রাউজানে আমার চলার পথে কেউ বাধা হয়ে দাড়ালে আমি তাকে দেশ ছাড়া করে ছাড়ব।

আরও পড়ুনঃ তালার বালিয়ায় মাছের ঘের লুটপাট ,দখলের চেষ্টা

গত ৩ (তিন) মাস আগে কোয়েপাড়া গ্রামে রাজেশ ভট্টাচার্য (গোড়া) নামে ব্যক্তি নিহত হয়েছে, রাজেশ ভট্টাচার্য নিহত হওয়ার পিছনেও তার হাত আছে বলে স্থানীয়রা মনে করে। এখনও এই হত্যার কোন আসামী গ্রেপ্তার হয়নি।

স্থানীয়দের ধারনা এই মাদক সম্রাট ও সন্ত্রাসী মধুকে গ্রেপ্তার করলে রাজেশ ভট্টাচার্য (গোড়া) হত্যার আসল রহস্য বেড়িয়ে আসবে। স্থানীয় প্রশাসনের কাছে একাবাসীর অনুরোধ এই মাদক সম্রাট ও সন্ত্রাসী সন্তোষ চক্রবর্ত্তী মধুকে গ্রেপ্তার পূর্বক এলাকার সাধারণ জনগণ যেন শান্তিতে বসবাস করতে পারে তার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা জরুরী।

উল্লেখ্য যে, তার নামে রাউজান থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। সে বহুবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মকর্তা ও রাউজান থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভুক্তভোগীগণের পক্ষে গত ১৭/০৬/২০২৫ইং তারিখে আইজিপি বরাবরে একখানা অভিযোগ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category