স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধিঃ
দীর্ঘ ১৩ বছরের পথচলায় “এসো মুক্তির পথে, সৃষ্টির কল্যাণের সাথে”—এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে।
২৬ জুন বুধবার চট্টগ্রামের ফটিকছড়ির বিবিরহাটস্থ সানমুন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো মাইজভাণ্ডারী মানব কল্যাণ সংস্থার ৪র্থ কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান, আলোচনা সভা,সমসাময়িক মাইজভাণ্ডারী গীতিকার সংবর্ধনা ও সেমা মাহফিল।
সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জাবেদ মোরশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান প্রধান পৃষ্ঠপোষক জনাব খাদেম মোঃ এমদাদ হোসেন।
প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি ব্যাংকার মুহাম্মদ হামিদুল কাওসার।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক এ. ওয়াই. এমডি জাফর, সচিব, শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট ও সাবেক সভাপতি, মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠী।
১ম অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন ও কার্যক্রমসমূহ তুলে ধরেন সংগঠনের উপদেষ্টা মেহেদী হাসান ডিউ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তারুণ্যের সংগঠন তাজকিয়া'র প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা প্রকৌশলী সৈয়দ আবু নাসের নূর (অন্ত)। যার বক্তৃতায় সংগঠনের ভিশন ও মিশনসমূহ বাস্তবায়নের পাশাপাশি সংগঠনকে আদর্শিক হিসেবে গড়ে তোলার জন্য সাংগঠনিক মনোভাব ফুটে উঠে।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা তানভীর আহমেদ সিদ্দিকী এর বক্তব্যে উপজেলায় সংগঠনটির অনন্য কার্যক্রমগুলো তুলে ধরেন এবং ভবিষ্যতেও পূর্বের ন্যায় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ফটিকছড়ি বার কাউন্সিলের সভাপতি এডভোকেট মোঃ লিয়াকত আলী চোধুরী ও বার কাউন্সিল এর সদস্য এডভোকেট আবদুল মান্নান।
আরও পড়ুনঃ চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বর্ধিত সভা অনুষ্ঠিত : ১৫ নভেম্বর পুনর্মিলনী আয়োজনের সিদ্ধান্ত
এছাড়া অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক মোঃ জয়নাল আবেদীন, ব্যাংকার জয়নাল আবেদীন জয়, উপদেষ্টা বাবু আশীষ চক্রবর্তী, মোঃ রাসেল, মোঃ মমতাজ তালুকদার, মোঃ শাওনসহ প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গবেষক, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য, শোকর-এ মওলা মনজিলের প্রতিষ্ঠাতা ও জ্যোতি ফোরমের প্রধান উপদেষ্টা শাহেদ আলী চৌধুরী। যিনি তার বক্তব্যে সুফি পরিমণ্ডলে মাইজভাণ্ডারী গানের গুরুত্ব এবং সমসাময়িক গীতিকারকদের উল্লেখযোগ্য ভূমিকা তুলে ধরেন।
এছাড়া বিশেষ অতিথি ও মাইজভাণ্ডারী গীতিকার সম্মাননা স্মারক গ্রহণকারী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মাইজভাণ্ডারী মরমী গবেষক ও প্রাবন্ধিক এবং সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বরুণ কুমার আচার্য্য, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ আল-আইন সানাইয়া শাখার সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আনছারি, আশেকানে হক ভাণ্ডারী শোকর-এ মওলা মঞ্জিলের উপদেষ্টা আবু সাদাত মোহাম্মদ
সায়েম (সুমন), হক কমিটি বোয়ালখালী উপজেলার সমন্বয়ক ও তাজকিয়ার সাবেক সভাপতি আরেফিন রিয়াদ, হক কমিটি চক্রশালা-২ এর আইয়ুব মুছা, পেলাটিলা শাখার সহদপ্তর সম্পাদক মোহাম্মদ আজাদ, পটিয়া পৌরসভা শাখার সাবেক সভাপতি ও সমন্বয়কারী সাইফুল ইসলাম সোহেল, কাউয়ালী শিল্পী মোহাম্মদ আকিক।
দিনশেষে আধ্যাত্মিক জলসা সেমা মাহফিল শিল্পী মোঃ আকিক এর পরিবেশনায় সম্পন্ন হয়।
সংস্থার প্রতিটি সদস্য ও অতিথিবৃন্দ এই আয়োজনকে একটি ঐতিহাসিক ক্ষণ হিসেবে স্মরণীয় করে রাখেন
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.