মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুর ভাতিজার ছুরিকাঘাতে কাকা সহ ২ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলা সদরের কলেজ পাড়ায়। আহতরা হলেন, কলেজ পাড়ার মৃত সত্যভ‚ষণ ব্যানার্জীর ছেলে সঞ্জয় ব্যানার্জী (৬৩) ও সঞ্জয় ব্যানার্জীর
ছেলে কৌশিক ব্যানার্জী (২৫)। আহতদের মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাহয়েছে।
এ ঘটনায় সঞ্জয় ব্যানার্জী বাদী হয়ে প্রভাত কুশুম ব্যানার্জীর ছেলে আলোক কুশুম
ব্যানার্জী (রঙ্গন) কে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র
জানান, শনিবার দুপুরে কলেজপাড়ার প্রভাত কুশুম ব্যানার্জীর ছেলে আলোক কুশুম ব্যানার্জী (রঙ্গন) অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে তার কাকা সঞ্জয় ব্যানার্জীর বাড়ির দরজায় লাথি মারতে থাকে।
আরও পড়ুনঃ মনোহরগঞ্জ, “তারুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষে” শীর্ষক আলোচনা সভা
এ সময় বাড়ির দরজা খোলা মাত্র চাকুহাতে রঙ্গন তার কাকার উপর ঝাঁপিয়ে পড়ে
এলোপাথারী কোপাতে থাকে। সঞ্জয় ব্যানার্জীর চিৎকার শুনে তার ছেলে কৌশিক ব্যানার্জী এগিয়ে এলে তাকেও চাকু দিয়ে আঘাত করে। স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম বলেন, এ ঘটনায় পৃথক তিনটি অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা
গ্রহণ করা হবে।