মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে উপজেলা বিএনপির উদ্যোগে বুধবার বিকেলে স্থানীয় বাসষ্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ছবি অবমাননা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে
কটুক্তি এবং দেশের অভ্যন্তরে গুপ্ত সংগঠন কর্তৃক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি
করে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ রবিউল আলম বুলেটের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি জাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ সাজ্জাদ হোসেন, এস এম হান্নান, সদর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরী দুলাল,
আরও পড়ুনঃ কালিহাতীতে জীপগাড়ির ধাক্কায় নারীর মর্মান্তিক মৃত্যু
রাইগাঁ ইউপির সাবেক চেয়ারম্যান মোফাখখারুল ইসলাম মুকুল, সফাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু, আব্দুল গফুর মাষ্টার প্রমূখ। সমাবেশে উপজেলার ১০ ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।