মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে আখতার সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়। এবারও এসএসসি পরীক্ষার ফলাফলে এ বিদ্যালয়ের শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে। এবার এ বিদ্যালয় থেকে ২৫ জন
শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই পাশ করেছে।
এর মধ্যে ২জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এর আগেও কয়েক বছর ধারাবাহিকভাবে এ বিদ্যালয় থেকে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। আখতার সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ২০২৩ ও ২০২৪ সালের এসএসসি পরীক্ষায়ও শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে।
আরও পড়ুনঃ মহাদেবপুরের প্রবীণ শিক্ষক শতবর্ষী আজিম মাষ্টার আর নেই
এর মধ্যে ২০২৩ সালে ৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করে। এদের মধ্যে ২ জন জিপিএ ৫ পায়। ২০২৪ সালে ৪৩ জন অংশগ্রহণ করে ৪৩ জনই পাশ করে। এদের মধ্যে ৬জন জিপিএ ৫ পেয়েছিল।
জানা গেছে, জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার আখতার হামিদ সিদ্দিকী নান্নু ১৯৯২ সালে নারী শিক্ষা প্রসারের লক্ষ্য নিয়ে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টি এলাকার নারী শিক্ষায় গুরুত্বপূর্ন অবদান রাখছে।
এখানে কর্মরত শিক্ষকরা বলেন, এ বিদ্যালয়ে শ্রেণি কক্ষের সংকট রয়েছে এবং শিক্ষকের কয়েকটি পদ শুন্য আছে, এ সমস্যাগুলো সমাধান করা হলে আরো ভালো ফলাফল করা সম্ভব হবে। প্রধান শিক্ষক মো: লোকমান হাকীম বলেন, নিয়মিত ক্লাশ শিক্ষকদের আন্তরিক প্রচেষ্ঠা ও দুবর্ল শিক্ষার্থীর জন্য অতিরিক্ত কোচিং ক্লাশ নেয়ায় ভালো করা সম্ভব হয়েছে।