মোঃ আবুল খায়ের (মনোহরগঞ্জ) কুমিল্লাঃ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম উওর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে “তারুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষে” শীর্ষক আলোচনা সভা সন্ধা ৭টায় নরহরিপুর দেবপুর উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম কক্ষে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহ আলম মেম্বার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্নআহবায়ক আলহাজ্ব গিয়াস উদ্দিন সৈকত, ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আবদুল মান্নান সুমনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ঝলম উওর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝলম উওর ইউনিয়ন বিএনপির সভাপতি সহসভাপতি মোঃ আনিসুর রহমান পাটোয়ারী, মোঃ বিল্লাল হোসেন পাটোয়ারী, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আবদুল জলিল মৃধা, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাটোয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাএদলেরনেতৃবৃন্দ।