মনের সমুদ্র,
কলমে/সাংবাদিক এম বাদল খন্দকার।
বিশেষ প্রতিনিধি।
প্রশান্ত সাগরে শান্তির বিচলন,
আমি মজিয়েছি মন।।
নীরব ঢেউয়ে কান্নারও রঙ,
ভাসে না আর কোন বরণ।।
প্রশান্ত সাগরে শান্তির বিচলন,
আমি মজিয়েছি মন।।
অভিমান ঝরে চাঁদের আলোয়,
তুমি কি বুঝো ব্যথার কথা?
নিঃশব্দ রাত, ভাঙা আমার প্রহর,
ডাকে হারানো পথের ব্যথা।
ভালোবাসা ছিল এক নীরব বন,
সেইখানে রেখেছি মন।।
প্রশান্ত সাগরে শান্তির বিচলন,
আমি মজিয়েছি মন।।
ভাঙা স্বপ্নের গানে বাজে ক্ষরণ,
চুপচাপ কাঁদে যত ভুবন।।
আরও পড়ুনঃ গোবিন্দগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, নারীসহ আহত ৮
তুমি যদি একবার ফিরে চাও,
দেখবে চোখে জোয়ারের ঢেউ।
কবিতা হয়ে তবু আমি বাঁচি,
তোমার ছোঁয়ায় আজো বেঁচে যাই বহু।
তবু কেনো অনন্ত বিস্মরণ—
সেইখানে হারায় মন।।
প্রশান্ত সাগরে শান্তির বিচলন,
আমি মজিয়েছি মন।।
নীরব হৃদয়ে, ব্যথার গহনে—
সুর তবু গায় গোপন।।
প্রশান্ত সাগরে শান্তির বিচলন,
আমি মজিয়েছি মন।।