বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলা মেম্বার ফোরামের আয়োজনে ঈদ পুনর্মিলণী ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮জুন)মধুপুর সন্তোষপুর রাবার বাগানে অনুষ্ঠিত দিনব্যাপি এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা।
অনুষ্ঠানের শুরুতেই মেম্বার ফোরামের সদস্য মাকসুদা বেগম এর অকাল মৃত্যুতে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।বাংলাদেশের প্রথম উপজেলা মেম্বার ফোরাম ২০২৪ সালে টাঙ্গাইলের মধুপুরে প্রতিষ্ঠিত হয়। এই ফোরামটি ১৩২ জন সদস্য নিয়ে পরিচালিত হচ্ছে।
আরও পড়ুনঃ রাবিপ্রবিতে নির্মাণ কাজে সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, পিসিসিপি’র নিন্দা ও প্রতিবাদ
সভাপতি মোঃ রফিকুল ইসলাম সোহেল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প কর্মকর্তা রাজীব আল রানা।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মেম্বার ফোরামের উপদেষ্টা মিজানুর রহমান বকুল, আউশনারা ইউপি সদস্য ওয়াজেদ আলী, আলোকদিয়া ইউপি সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে মৃত ইউপি সদস্য মাকসুদার পরিবারের হাতে মেম্বার ফোরামের পক্ষ থেকে ৫০ হাজার টাকা অনুদান তুলে দেওয়া হয়।অনুষ্ঠানের ২য় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মেম্বার ফোরামের সাধারণ সম্পাদক মোঃ লিটন ফকির।
বাবুল রানা