মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশা করে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীতা ঘোষনা। মধুপুরের কলেজ পাড়া এলাকায় কল্লোল সিনেমা হলের উত্তর পার্শে ময়মনসিংহ সড়কের পাশে নিজ রাজনৈতিক কার্যালয়ে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় বিএনপি থেকে মনোনয়ন চেয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীতা ঘোষণা করলেন এডভোকেট জোবাইর আল- মাহমুদ রিজভী।
রিজভী টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও মধুপুর পৌর বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সামাদ এর কনিষ্ঠ পুত্র। জোবাইর আল – মাহমুদ রিজভী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি এবং ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী।
এসময়ন তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশা করে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুনঃ গাইবান্ধা সদর বল্লমঝাড়ে সাংবাদিককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এডভোকেট জোবাইর আল- মাহমুদ রিজভীর পিতা টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও মধুপুর পৌর বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সামাদ।
আরও পড়ুনঃ গাইবান্ধা সদর বল্লমঝাড়ে সাংবাদিককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি
রিজভীর ছোট ভাই,জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান রোজেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সহ -সাংগঠনিক সম্পাদক এস,এম,সাইফ,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে স্হানীয় সাংবাদিকগন সহ রিজভীর বন্ধু বান্ধব ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।