আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ
পরিবেশ সচেতনতায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার আশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচি ও প্রাত্যহিক সমাবেশে অংশগ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর্জা জুবায়ের হোসেন।
মঙ্গলবার সকালে বিদ্যালয় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় ইউএনও শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। ইউএনও মীর্জা জুবায়ের হোসেন বলেন, “প্রতিটি শিক্ষার্থী যদি ছোটবেলা থেকেই গাছ লাগানোর গুরুত্ব বোঝে এবং নিজ উদ্যোগে গাছ রোপণ করে, তাহলে আমাদের ভবিষ্যৎ পরিবেশ অনেক সুন্দর ও টেকসই হবে।”
আরও পড়ুনঃ মধুপুরে প্রশাসনের অভিযানে তিন লক্ষাধিক ইউক্যালিপটাস ও আকাশমনি চারা নিধন
সমাবেশে ইউএনও শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, শ্রদ্ধাবোধ, নৈতিকতা, করণীয় বর্জনীয় ও পাঠদানে মনোযোগী হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিবেশ ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।
পরে ইউএনও বিদ্যালয় চত্বরে একটি ফলদ ও একটি বনজ গাছের চারা রোপণ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিবেশবিষয়ক সচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং তারা নিজেদের দায়িত্ববোধ সম্পর্কে উপলব্ধি করতে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরাও।
বিদ্যালয়ের পক্ষ থেকে ইউএনও মীর্জা জুবায়ের হোসেনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।