হাবিবুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার, ব্রহ্মপুত্র নদে “বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের যুমনা ও মেঘনা ওয়েল কোম্পানির” দুটি ভাসমান তেল ডিপো চালু করন এবং কর্মসংস্থান সৃষ্টিসহ ৫ দফার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০শে জুন) দুপুরে “কুড়িগ্রাম প্রেসক্লাবের” সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন “রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন”। এ সময় বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ আলী, উপদেষ্টা নজরুল ইসলাম সাবু, সহ-সভাপতি মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল হকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, “ষড়যন্ত্রের মাধ্যমে ২০১৮ সাল থেকে চিলমারীর দুটি ভাসমান তেল ডিপোতে তেল সরবরাহ বন্ধ” রাখা হয়েছে। এতে করে জেলার প্রত্যন্ত চরাঞ্চলের কৃষকরা বড় বিপাকে পড়েছেন এবং পাশাপাশি কর্মসংস্থান ও হারিয়েছেন অনেক শ্রমিক পরিবার।
আরও পড়ুনঃ ময়মনসিংহ বিভাগীয় শিশু শ্রম কল্যাণ পরিষদ এর ১০ম সভা অনুষ্ঠিত
চলতি বছরের আগামী ২১ জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ২২ জুলাই থেকে উত্তরবঙ্গের সকল জেলায় লাগাতার কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেন তারা। মানববন্ধন কারীদের দাবির মধ্যে রয়েছে- “চিলমারী ভাসমান তেল ডিপো নিয়ে সকল ষড়যন্ত্র বন্ধ করা, দায়ী কর্মকর্তাদের অপসারণ ও নতুন নিয়োগ দেওয়া,
বার্জ গুলোকে নদীর পশ্চিম তীরে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, ডিপোতে তেল মজুদ ও পরিবহণ কার্যক্রম উন্নত ট্যাংকলরির মাধ্যমে পুনরায় চালু করা এবং অস্থায়ী ডিপোকে স্থল ও জলপথের সমন্বয়ে একটি স্থায়ী ডিপোতে রূপান্তর করা”।
পরে মানববন্ধন শেষে তারা “জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন” এর চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।